বেশিরভাগ জিন্স নীল রঙেরই হয় কেন জানেন, কাদের জন্য তৈরি হয়েছিল এই পোশাক?

Jeans Pants: জিন্সের কথা উঠলেই আমাদের চোখের সামনে নীল রঙটি ভেসে ওঠে। যদিও আজকাল বাজারে বিভিন্ন রঙের জিন্স পাওয়া যায়। কিন্তু ঐতিহ্যগতভাবে নীল রঙের জিন্সেরই কদরই বেশি। কলেজ হোক বা বন্ধুর বাড়ি অথবা যেকোন অনুষ্ঠান বাড়ি, জিন্স এমন এক পোশাক যখন খুশি পরে চলে যাওয়া যায়। কিন্তু আপনি কি জানেন এই পোশাকটির উৎপত্তি কিভাবে হয়েছিল? 

জিন্স কয়েক দশক নয়, কয়েক শতকের পুরনো পোশাক। বর্তমানে সেই জিন্স এখন ফ্যাশানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তবে জেনে অবাক হবেন, একসময় এটি শ্রমিকদের পোশাক ছিল। জিন্স উনিশ শতকে ফ্রান্সের ‘নিমস’ শহরে প্রথম আবিষ্কৃত হয়।

Image

যে ফ্যাব্রিক থেকে জিন্স তৈরি হয় তাকে ফরাসি ভাষায় বলা হয় ‘সেরগে’। এটিই নাম দেয়া হয় ‘সেরগে ডি নিমস’। এরপর সংক্ষিপ্ত হয়ে ‘ডেনিম’ হয়। এরপর ধীরে ধীরে গোটা ইউরোপে ডেনিম জনপ্রিয় হয়ে ওঠে। এমনকি নাবিকদেরও খুবই পছন্দ হয়। 

Image

১৮৫০ সাল নাগাদ লেবিস স্ট্রাস নামের এক জার্মান ব্যবসায়ী ক্যালিফোর্নিয়ায় জিন্স বিক্রি করা শুরু করে। সেখানকার কয়লাখনি শ্রমিকদের এই জিন্স বেশ পছন্দ হয়। এই কাপড় বাকি কাপড়ের তুলনায় অনেকটাই মোটা, সহজে ছিঁড়ে যায় না এবং বেশ আরামদায়কও। প্রাথমিকভাবে জিন্স শুধুমাত্র শ্রমিক এবং পরিশ্রমী লোকেরা পরতেন।

Image

প্রথমে ডেনিম অনেক রঙে রঞ্জিত হতো। শ্রমিকদের জামাকাপড় ময়লা হয়ে গেলেও জিন্স নোংরা দেখায় না, সেই কারণে নীল রঙকে বেছে নেওয়া হয়। এছাড়া নীল রঙের জিন্স দেখতে সুন্দর ও আকর্ষণীয় লাগে। এরপর হলিউডের একটি ছবিতে জিন্সকে ফ্যাশন হিসেবে দেখানো হয়েছিল, তারপর থেকেই গোটা আমেরিকায় জিন্স পরার প্রবণতা ছড়িয়ে পড়ে। সেই থেকে এখনও পর্যন্ত জিন্স পরার উন্মাদনা এতোটুকু কমেনি।