যে পাঁচ ভারতীয় ক্রিকেটারের ওয়ানডে কেরিয়ার সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী হয়েছিল

এদেশে জাতীয় দলের ক্রিকেটে জায়গা করা খুবই কঠিন। শুধু তাই নয়, খেলোয়াড়দের ২২ গজে কেরিয়ার টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে এমন কয়েকজন ভারতীয় ক্রিকেটার ছিলেন নানান প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও যারা দীর্ঘদিন ক্রিকেট কেরিয়ার চালিয়ে গেছেন।  

আজকের প্রতিবেদনে রয়েছে, যে পাঁচ ভারতীয় ক্রিকেটারের ওডিআই কেরিয়ার সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী হয়েছিল; এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:- 

১) শচীন টেন্ডুলকার: ২২ বছর ৯১ দিন 

Watch: A video that imagines Sachin Tendulkar batting against some of the best modern day pacers

‘মাস্টার ব্লাস্টার’ সচিন টেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেটে ২২ বছর ৯১ দিন লড়াই চালিয়ে গেছেন। মাত্র ১৬ বছর বয়সে ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয়েছিল। ২০১২ সালে শেষবার তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৬৩টি আন্তর্জাতিক ওডিআই ম্যাচ খেলেছিলেন।

২) হরভজন সিং: ১৭ বছর ১৯১ দিন

Harbhajan Singh from CSK, suresh raina from CSK, lasith malinga from MI quit IPL 2020 in UAE - IBTimes India

ভারতীয় দলের সেরা স্পিনিং অস্ত্র হরভজন সিং টেস্ট ক্রিকেটে আকাশছোঁয়া সাফল্য পান। যদিও তিনি এখনো ক্রিকেটকে বিদায় জানান নি, তবে ২০১৫ সালের ২৫শে অক্টোবর শেষবার ২৩৬টি আন্তর্জাতিক ওডিআই ম্যাচ খেলেন। সেই হিসেবে তার ক্রিকেট কেরিয়ার দীর্ঘস্থায়ী হয় ১৭ বছর ১৯১ দিন। 

৩) অনিল কুম্বলে: ১৬ বছর ৩২৮ দিন

Top 10 Bowlers with most ODI wickets at a single venue

একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে অনিল কুম্বলে এক ইনিংসে ১০টি উইকেট নিয়েছেন এবং একটানা ১৬ বছর ৩২৮ দিন খেলেছিলেন। ভারতীয় দলের প্রধান বোলিং অস্ত্র হিসেবে তিনি একবার প্রমাণিত হয়েছেন। ২৭১টি আন্তর্জাতিক ওডিআই ম্যাচ খেলার পর তিনি অবসর ঘোষণা করেন। 

৪) যুবরাজ সিং: ১৬ বছর ২৭০ দিন

2nd ODI: Yuvraj, Dhoni propel India to massive 381/6 - The Statesman

দুটি বিশ্বকাপ জয়ের পিছনে সবচেয়ে বেশি অবদান ছিল যুবরাজের। ভারতীয় দলের ফিল্ডিংয়ে অভাবনীয় উন্নতি ঘটিয়েছিলেন তিনি। ২০০০ সালে অভিষেক করে ৩০৪টি আন্তর্জাতিক ওডিআই ম্যাচ খেলা যুবরাজের কেরিয়ার ১৬ বছর ২৭০ দিন দীর্ঘস্থায়ী হয়েছিল। শেষবার তিনি জাতীয় দলের হয়ে ২০১৭ সালের ৩০শে জুন খেলেছিলেন। 

৫) কপিল দেব: ১৬ বছর ১৬ দিন

Windies great Ian Bishop credits Kapil Dev for India's current fast-bowling prowess - OrissaPOST

বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব একটানা ১৬ বছর ১৬ দিন আন্তর্জাতিক ক্রিকেটে একটি ছাপ রেখে গেছেন। অপ্রতিরোধ্য ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে তার নেতৃত্বে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়। ২২৫টি ওডিআই ম্যাচ খেলে এই বিখ্যাত অলরাউন্ডার তার বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন।