ব্যর্থতার কারণে অধিনায়কত্ব ত্যাগ করেছেন এমন ৭ জন আইপিএল দলের অধিনায়ক

ক্রিকেট একটি অনিশ্চয়তার খেলা তাই দুর্দান্ত ক্রিকেটার হওয়া সত্ত্বেও অধিনায়ক হিসেবে সফল হবেন এমনটা নাও হতে পারে। আইপিএলের কথা বললে এমন অনেক দুর্দান্ত ক্রিকেটার রয়েছেন যারা নেতৃত্ব হাতে পেয়েও শেষ পর্যন্ত ব্যর্থতার কারণে মাঝপথেই অধিনায়কত্ব ত্যাগ করেন। 

সম্প্রতি ২০২১ আইপিএলের মাঝপথেই সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার চরম ব্যর্থতার কারণে তিনি তার অধিনায়কত্ব ত্যাগ করেন। তার বদলে আসেন নিউজিল্যান্ডের তারকা কেন উইলিয়ামসন।

তবে আইপিএল এর ইতিহাস ঘাঁটলে দেখা গেছে এর আগেও বেশ কয়েকজন অধিনায়ক মাঝপথেই অধিনায়কত্ব ত্যাগ করেছেন; এবার চলুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:- 

৭) শিখর ধাওয়ান:

Shikhar Dhawan terms AB de Villiers a true South African legend in an Instagram post

২০১৪ আইপিলে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক শিখর ধাওয়ান ব্যাটসম্যান হিসেবে সাফল্য পেলেও নেতৃত্ব দিতে গিয়ে চূড়ান্ত ব্যর্থ হন। এই মরসুমে টানা পরাজয়ের ব্যর্থতা মেনে নিতে না পেরে তিনি অধিনায়কত্ব ছেড়ে দেন।

৬) কুমার সাঙ্গাকারা:

IPL 2016 Auction: Full list of players unsold for Indian Premier League (IPL) 9 - Cricket Country

২০১৩ আইপিলে সাঙ্গাকারার নেতৃত্বে সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম সাতটি ম্যাচে ৫টিতে জয় লাভ করে। কিন্তু তিনি ব্যাটসম্যান হিসেবেও ব্যর্থ হন। তিনি ভাবেন যে অধিনায়কের পদ ছাড়লে ফর্মে ফিরবেন সেই হিসেবে তিনি অধিনায়কত্ব ত্যাগ করেছিলেন।  

৫) ড্যানিয়েল ভেট্টোরি:

Daniel Vettori picked up three wickets | Photo | Indian Premier League | ESPNcricinfo.com

২০১১ আইপিএলে ড্যানিয়েল ভেট্টরির নেতৃত্বে আরসিবি ফাইনালে পৌঁছে ছিল বলে পরের মরসুমেও তিনি অধিনায়ক হন। কিন্তু ওই বছরে তিনি ধারাবাহিকতার অভাবে বারবার ব্যর্থ হন, তাই মাঝপথেই অধিনায়কত্ব ছেড়ে দেন এবং বিরাট কোহলি নেতৃত্বভার গ্রহণ করেন।  

৪) গৌতম গম্ভীর:

Gautam should join the army': Twitter salutes Gambhir for brave call to step down as Delhi Daredevils captain

২০১৮ আইপিএলে গৌতম গম্ভীরের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস ৭টি ম্যাচে মাত্র দুটিতে জয় লাভ করে। এই পরিস্থিতিতে তিনি প্রেস কনফারেন্সে সরাসরি অধিনায়কের পদ ত্যাগ করেন। প্রসঙ্গত, তার নেতৃত্বেই কেকেআর দুবার চ্যাম্পিয়ন হয়েছিল।

৩) রিকি পন্টিং:

Mumbai Indian captain Ricky Ponting caught n bowled by Rajasthan Royals player Ajit Chandila during match 23 of the Pepsi Indian Premier League ( IPL) 2013 between The Rajasthan Royals and the

২০১৩ আইপিএলে রিকি পন্টিং এর নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স যথেষ্ট সমস্যায় পড়ে। এমনকি তারও ব্যাটিংয়ে রানের খরা বইছিল। এই পরিস্থিতিতে তিনি পদত্যাগ করলে নতুন অধিনায়ক হন রোহিত শর্মা এবং ওই বছরই তার দল চ্যাম্পিয়ন হয়। এরপর গত ৮ বছরে রোহিত মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচবার চ্যাম্পিয়ন করেন।

২) দিনেশ কার্তিক:

IPL 2019: Coach Jacques Kallis denies that KKR are considering sacking Dinesh Karthik as captain

২০২০ আইপিএলে কেকেআর-এর অধিনায়ক দীনেশ কার্তিক চূড়ান্ত ব্যর্থতার মুখোমুখি হয়। তাই তিনি মাঝপথেই পদত্যাগ করেন। এরপর টিম ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগ্যানকে বেছে নেওয়া হয়।

১) ডেভিড ওয়ার্নার:

IPL 2021: Sunrisers Hyderabad's snub of David Warner makes little sense

২০২১ মরসুমে সানরাইজার্স এর অধিনায়ক ওয়ার্নারও ব্যর্থতার কারণে অধিনায়কত্ব ত্যাগ করেন। এরপর নতুন অধিনায়ক হন কেন উলিয়ামসন, তিনি ২০১৮ সালেও অধিনায়ক ছিলেন এবং সেই বছরে তার দলকে ফাইনালে নিয়ে যায়। প্রসঙ্গত, ডেভিড ওয়ার্নারের নেতৃত্বেই সানরাইজার্স হায়দ্রাবাদ ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল।