ইন্টারভিউ প্রশ্ন: বলুন তো কোন প্রাণীটি মিলনের পরপরই মারা যায়?

মিলনের পরই মারা যায় এমন প্রাণী কোনটি?

Interview Questions: আজকের সময়ে সাধারণ জ্ঞান থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষ এটা পড়তেও পছন্দ করে। সাধারণ জ্ঞান সম্পর্কিত বেশিরভাগ প্রশ্ন ইন্টারনেটে ভাইরাল হয়। আপনিও নিশ্চয়ই এমন অনেক প্রশ্ন দেখেছেন যার উত্তর আপনিও জানতে আগ্রহী হয়ে থাকবেন। একই সাথে, যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যও প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ।

১) প্রশ্নঃ ভারতের দুটি পশ্চিমবাহিনী নদীর নাম?
উত্তরঃ নর্মদা ও তাপ্তি।

২) প্রশ্নঃ কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্যসভায় যোগ দিতে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন?
উত্তরঃ মেগাস্থিনিস।

৩) প্রশ্নঃ মালাইচাকির হাড়কে কি বলা হয়?
উত্তরঃ প্যাটেলা।

৪) প্রশ্নঃ দুটি নিউরনের মিলনস্থলকে কী বলে?
উত্তরঃ সাইন্যাপস।

৫) প্রশ্নঃ পূর্বঘাট পর্বতের অপর নাম কী?
উত্তরঃ মলয়াদ্রি।

৬) প্রশ্নঃ বাটারফ্লাই কথাটি কোন খেলার সাথে যুক্ত?
উত্তরঃ সাঁতার।

৭) প্রশ্নঃ প্রথম কাগজের ব্যবহার করে কোন দেশটি?
উত্তরঃ চীন দেশ।

৮) প্রশ্নঃ ভারতের কোথায় সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয়?
উত্তরঃ উত্তর প্রদেশ।

৯) প্রশ্নঃ বৈদ্যুতিক বাল্বের ভিতরে কোন গ্যাস থাকে?
উত্তরঃ নাইট্রোজেন গ্যাস।

১০) প্রশ্নঃ কলকাতায় মেট্রো রেল চালু হয় কোন সালে?
উত্তরঃ ১৯৮৪ সালে।

১১) প্রশ্নঃ বাংলার রূপকার কাকে বলা হয়?
উত্তরঃ ডক্টর বিধান চন্দ্র রায়কে।

১২) প্রশ্নঃ কোন তারিখে ‘বিশ্ব জল দিবস’ পালন করা হয়?
উত্তরঃ ২২ শে মার্চ।

১৩) প্রশ্নঃ কোন রাজ্যে বসবাসকারী তপশিলি জাতির সংখ্যা সবচেয়ে বেশি?
উত্তরঃ মধ্যপ্রদেশ।

Image

১৪) প্রশ্নঃ কোন উদ্ভিদের চোষক মূল আছে?
উত্তরঃ স্বর্ণলতা।

১৫) প্রশ্নঃ কোন প্রাণীটি মিলনের পরপরই মারা যায়?
উত্তরঃ পুরুষ মৌমাছি মিলনের পরপরই মারা যায়।