News
কেন্দ্রের নতুন নির্দেশিকায় কি কি বন্ধ আর কিসে ছাড় দিলো, দেখে নিন
দেশে লকডাউনে তৃতীয় দফায় বাড়ল আরো দুই সপ্তাহ সময়সীমা। কোভিড-১৯ সংক্রমনের পরিস্থিতি এখন যেভাবে বেড়ে চলেছে তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হলো বলে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। আগামী ১৪ দিনে কি কি ধরনের কার্যকলাপ চলবে আর বন্ধ থাকবে তা নিয়েও নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।
দেশের যে সমস্ত অঞ্চলগুলি গ্রীন এবং অরেঞ্জ জোনে বিভক্ত করা হয়েছে সেসব অঞ্চলে নানান বিধিনিষেধগুলি শিথিল করার পথে হাঁটছে কেন্দ্র সরকার। এই নিয়ে গত শুক্রবার কেন্দ্রীয় সরকারের মন্ত্রণালয়ে বৈঠক হয়। আর তারপরেই লকডাউন এর প্রয়োজনীয়তা নিয়ে মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করা হয়।
∆ কেন্দ্রের নতুন সিদ্ধান্তগুলি দেখে নিন:
১) যে সকল জেলায় কোন ব্যক্তির নতুন করে সংক্রমিত হয়নি অথবা গত তিন সপ্তাহের (২১ দিনের) মধ্যে কারোর টেস্টিং রিপোর্ট এ পজিটিভ ধরা পড়েনি সেইসব জেলা গুলিকে গ্রীনজোন ধরা হবে।
২) যেসকল জেলাগুলোতে করোনা আক্রান্তের সংখ্যা বা দ্বিগুণ ভাবে বেড়ে চলেছে সেই সকল অঞ্চলগুলোকে রেডজোন হিসাবে ধরা হবে।
৩) যে সমস্ত জেলাগুলি গ্রীন বা রেড জোনের মধ্যে কোনটাই পড়ছে না সেগুলিকে অরেঞ্জজোন হিসেবে ধরা হবে।
৪) উপরিক্ত তিন ধরনের জোনে কোন কোন জেলাকে রাখা হচ্ছে তা কেন্দ্রীয় সরকার প্রতি সপ্তাহে জানিয়ে দেবে।
∆ সমস্ত জোনে কি কি নিষিদ্ধ হল, দেখে নিন-
১) বিমান ট্রেন, মেট্রো, সড়কপথে এক রাজ্য থেকে যাতায়াত বন্ধ।
২) স্কুল-কলেজ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বা প্রশিক্ষণ কেন্দ্র, হোটেল-রেস্তোরাঁ এবং ধাবা বন্ধ।
৩) সিনেমা হল, মল, জিম, স্পোর্টস কমপ্লেক্স বন্ধ।
৪) সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় জমায়েত বন্ধ, ধর্মস্থান বা উপাসনা স্থলে জমায়েত করা যাবে না।
৫) খুবই জরুরী কাজ ছাড়া সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭ টা পর্যন্ত সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ।
৬) গর্ভবতী মহিলা এবং ১০ বছরের কম বয়সীদের শিশুদের জন্যও একই বিধি-নিষেধ জারী করা হয়েছে।
∆ রেড জোনে কি কি ছাড় দিল:
রপ্তানির সঙ্গে সম্পর্কযুক্ত প্রতিষ্ঠান, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম তৈরি কাঁচামালসহ উৎপাদন শিল্প, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে হার্ডওয়ার কারখানা, পাট শিল্প এবং প্যাকেজিং সরঞ্জাম কারখানা, শহরাঞ্চলে নির্মাণ কাজ, সংবাদমাধ্যম, তথ্যপ্রযুক্তি, কল সেন্টার, হিমঘর, পাড়ার দোকান।
∆ অরেঞ্জ জোনে কি কি ছাড় দিল:
ট্যাক্সি ও ক্যাব চালানো যাবে তবে একজন যাত্রী নিয়ে, বাইকেও দুজন থাকতে পারবে, অরেঞ্জ জোনের মধ্যে থাকা এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করা যাবে।
∆ গ্রীন জোনে কি কি ছাড় দিল:
বাসে যাত্রী তোলার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে, একটি বাসে যতগুলি আসন তার অর্ধেক যাত্রী নেওয়া যাবে, সকল ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে।
