T20WC: স্বামী ভারতের বিরুদ্ধে খেলবে, ম্যাচ হারলেই ট্রল, কোন পদক্ষেপ নিলেন সানিয়া মির্জা

ভারত পাকিস্তান খেলা মানেই হাইভোল্টেজ ম্যাচ। এখনো পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে এই দুটি দল ১২ বার মুখোমুখি হয়েছে। পরিসংখ্যান বলছে, ওয়ানডেতে ৭ বার টি-টোয়েন্টিতে ৫ বার — তবে প্রতিবারই পাকিস্তানকে হারিয়েছে ভারতীয় দল। এবার শোয়েব পত্নী সানিয়া মির্জা কি করবেন তা ম্যাচ শুরুর পাঁচ দিন আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিলেন। 

ICC T20 World Cup: India-Pakistan match to be cancelled? Union Minister says THIS

আর ম্যাচ শুরুর কয়েক দিন আগে থেকেই ভারত-পাক সমর্থকরা একে অপরকে সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি করতে শুরু করে। এমনকি ম্যাচ শেষ হবার পরেও এই রেশ কয়েকদিন পর্যন্ত থাকে। তাই সেই সমস্ত ব্যাপারকে এড়িয়ে যেতে সানিয়া মির্জা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম থেকে নিজেকে কিছুদিনের জন্য সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন।

Sania Mirza turns 34: A look at her memorable feats | NewsBytes

ভারতের টেনিস তারকা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ‘বিষাক্ত’ নেট মাধ্যমে জন্যই শোয়েব পত্নীকে এমন সিদ্ধান্ত নিয়েছেন। সানিয়া মির্জার এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং লিখেছেন “ভালো ভাবনা”।

প্রসঙ্গত, ২০১০ তাহলে পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জাকে বিয়ে করেন। সেই থেকে ভারত পাকিস্তানের ম্যাচ হলেই সানিয়াকে নানান ট্রোলের শিকার হতে হয়েছে। এবার বিশ্বকাপে শেষ মুহূর্তে শোয়েব মালিক পাকিস্তানি দলে ঠাঁই পেয়েছেন।