মাসখানেক আগে থেকে হার্ট অ্যাটাক হওয়ার যে উপসর্গগুলি দেখা দেয় শরীরে

যে সকল ব্যক্তির উচ্চ রক্তচাপ কিংবা রক্তে শর্করার পরিমাণ বেশি কিংবা যাদের স্থূলতার সমস্যা রয়েছে হৃদরোগের আশঙ্কা তাদেরই বেশি থাকে। হার্ট অ্যাটাক যেকোনো সময়, যেকোনো বয়সে হতে পারে। বিশেষজ্ঞদের মতে, হার্ট অ্যাটাকের প্রবণতা ছেলেদের বেশি তবে মেয়েদের ক্ষেত্রেও ঝুঁকি থাকে। তবে হৃদপিন্ডে কোনওরকম সমস্যা তৈরি হলে তা আগাম জানান দেয় শরীরে।

Heart attacks in young adults more deadly among systemic inflammatory disease sufferers: Study - Daily News Egypt

☞ এবার সেই লক্ষণগুলো জেনে নেওয়া যাক:

১) শ্বাস-প্রশ্বাসে কষ্ট হলে তা হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। নিঃশ্বাস নিতে কষ্ট হলে কিংবা দম আটকে আসলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। হৃদপিন্ডে কোনও সমস্যা দেখা দিলে ফুসফুসও অক্সিজেন কম পায়, তাই এই ধরনের লক্ষণ দেখা দিতে পারে। 

২) গরমে ঘাম হওয়াটা স্বাভাবিক। কিন্তু কোনো কারণ ছাড়াই যদি ঘাম হয় কিংবা একটুতেই হাঁপিয়ে যাচ্ছেন, তবে দুশ্চিন্তার কারণ রয়েছে। শরীরে স্বাভাবিক ভাবে রক্ত চলাচল না হলে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সঠিকভাবে অক্সিজেন পৌঁছায় না, তাই হাঁপ ধরতে পারে।

Is Sweating Good for You: Your Guide to Sweat and Lost Fluid | Drip Drop ORS

৩) হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যদি দেখেন অতিরিক্ত পরিমাণে ঘামছেন, তাহলে এই লক্ষণটি আপনার ক্ষেত্রে সুখবর নয়।

৪) বুকে চাপ কিংবা ব্যাথার মত অনুভূতি হলে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

৫) তবে মেয়েদের ক্ষেত্রে এই লক্ষণগুলি কিছুটা আলাদা। বুকে ব্যথা, ঘাম হওয়া বা হাঁপ ধরা ছাড়াও পেটে অস্বস্তি বা পিঠে ব্যাথার মতো কিছু লক্ষণও দেখা দিতে পারে।