T-20 ক্রিকেটে সুপার ওভারে মেডেন নিয়ে বিশ্বরেকর্ড সুনীল নারিনের (ভিডিও)

এই মুহূর্তে বিশ্বের শ্রেষ্ঠ মিষ্টিরিয়াস স্পিনার সুনীল নারিন, যার বোলিং এর কাছে তাবড় তাবড় ব্যাটসম্যানরাও হার মেনে যায়। তার কাছে রয়েছে কয়েক রকমের ডেলিভারি। সারা বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগের সাথে যুক্ত তিনি, কিন্তু দুর্ভাগ্যজনক তার দেশের হয়ে খেলার সুযোগ পান না। বর্তমানে তিনি কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলছেন। শুধু বোলিং নয়, ব্যাট হাতেও ঝড় তুলতে পারেন। কেকেআরের হয়ে ওপেনিংয়ে বেশ কয়েকবার ঝড়ো ইনিংস খেলেছেন।

উল্লেখ্য, ২০১৪ সালে একটি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে সুপার ওভারে তিনি মেডেন ওভার নিয়ে বিশ্বরেকর্ড করেন। এই কৃতিত্ব বিশ্বের আর কোন বোলারের এখনও পর্যন্ত নেই। জানা যায়, রেড স্টিল ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স এর মধ্যে একটি খেলায় ম্যাচটি ড্র হয়েছিল। তখন ম্যাচটি সুপার ওভারে গড়ালে, সুনীল নারিন বল হাতে এই অসাধ্য কাজটি করেছিলেন।

Image result for Sunil Narine super over maiden

প্রথমে রেড স্টিল ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে ১১৮ রান তোলে। যদিও গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স এর সামনে লক্ষ্যমাত্রাটি সহজ হলেও শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়ে যায়। এরপর নিয়ম অনুযায়ী দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে ১১ রান তোলে। জবাবে রেড স্টিলের হয়ে দুই ওপেনার নিকোলাস পুরান ও রস টেইলর নামেন। এদিকে বোলিং জন্য প্রস্তুত সুনীল নারিন।

Image result for Sunil Narine Super Over Maiden

সুনীল নারিনের সুপার ওভারের প্রথম চারটি বল ব্যাটে-বলে কোন সংযোগে করতে পারলেন না নিকোলাস পুরান। অবশেষে পঞ্চম বলে ছক্কা হাঁকাতে গিয়ে মার্টিন গাপটিল এর হাতে ক্যাচ তুলে দেন। অন্য প্রান্তে থাকা রস টেইলর ছুটে এসে শেষ বলে মুখোমুখি হন। তিনিও বলটিকে খেলতে ব্যর্থ হন। এর সাথে সাথে সুপার ওভারে মেডেন নিয়ে বিশ্বরেকর্ড গড়েন সুনীল নারিন।

□ দেখুন সেই ভিডিও: