ভারতবর্ষের এই রাজ্যে অবস্থিত স্বর্গের সিঁড়ি, যা তৈরি করার চেষ্টা করেছিলেন পাণ্ডবেরা

হিমাচল প্রদেশের বাথু কি লড়ি নামে একটি মন্দির রয়েছে যার অলৌকিক ক্ষমতার কথা শুনে অনেকেই বিস্মিত হতে পারেন। কথিত আছে এখান থেকেই নাকি স্বর্গের সিঁড়ি বানানোর চেষ্টা করেছিলেন পঞ্চ পাণ্ডব ভাইয়েরা। তাই এই প্রতিবেদনে হিমাচল প্রদেশে অবস্থিত এই রহস্যময় মন্দির সম্পর্কে বিস্তারিত জানানো হলো।  

Image

হিমাচল প্রদেশের এই মন্দিরটি কাংড়া জেলায় অবস্থিত, যা বছরের ৮-৯ মাস পোংধাম হ্রদের জলের নিচে ডুবে থাকে। তাই এই মন্দিরটির দর্শন করতে হলে মার্চ থেকে জুন মাসের মধ্যে যেতে হয়। এই সময়ের মধ্যেই মন্দিরটি জলের উপরে থাকে বাকি সময় অর্থাৎ জুলাই থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত জলের নিচে ডুবে থাকে।

Image

অলৌকিক বিষয় যে বছরের অধিকাংশ সময় জলের নিচে ডুবে থাকা সত্ত্বেও এই মন্দিরের গায়ে কোনরকম ক্ষতি দেখতে পাবেন না। কারণ এই মন্দিরটি তৈরি হয়েছে বাথু নামে অত্যন্ত শক্ত পাথর দিয়ে। আসলে এই মন্দিরটি ছয়টি ছোট ছোট মন্দিরের সংমিশ্রণ। মন্দিরটি বিষ্ণু মন্দির হলেও মন্দিরের গায়ে খোদাই করা রয়েছে কালী, গণেশের মূর্তি এবং ভেতরে দেখা যায় শেষনাগের সঙ্গে ভগবান বিষ্ণুর মূর্তি। 

Image

বিশ্বাস করা হয় যে এই মন্দিরটির সাথে মহাভারতের যোগাযোগ আছে। কেউ কেউ মনে করেন যে মহাভারতে আমলে পঞ্চ পাণ্ডব ভাইয়েরা স্বর্গে পৌঁছানোর জন্য সিঁড়ি তৈরি করার চেষ্টা করেছিলেন এই মন্দির থেকেই।