ইন্টারভিউ প্রশ্ন: কোন জিনিসটা দিনের চেয়ে রাতে বিছানায় নেওয়ার স্বাদ বেশি?

যারা ইন্টারভিউ নেন, প্রার্থীদের বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করে থাকেন

Interview Questions: চাকরি পাওয়ার সময় ইন্টারভিউ রাউন্ড এখন অত্যাবশ্যক। আর সেই কারণে অনেকে ইন্টারভিউ নিয়ে প্রাক্টিস করতে থাকে। কিন্তু তবুও এমন কিছু প্রশ্ন থাকে যার উত্তর অনেকের অজানা। আসলে জানা উত্তরকেই এভাবে ঘুরিয়ে দেওয়া হয় যে সেটি একটি বিভ্রান্তিকর প্রশ্ন হয়ে দাঁড়ায়। সেসময় জ্ঞানের থেকেও বেশি প্রয়োজন পড়ে উপস্থিত বুদ্ধির, সেরকমই কিছু বিভ্রান্তিকর প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে।

১) প্রশ্নঃ ভারতের বনভূমির পরিমাণ কত শতাংশ?
উত্তরঃ ১৯.৭%।

২) প্রশ্নঃ ভারতের কোন বন্দরের মাধ্যমে সবচেয়ে বেশি চা রপ্তানি হয়?
উত্তরঃ কলকাতা।

৩) প্রশ্নঃ বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?
উত্তরঃ প্রতিবছর ৫ই জুন।

৪) প্রশ্নঃ BSNL এর পুরো নাম কি?
উত্তরঃ ভারত সঞ্চার নিগম লিমিটেড।

৫) প্রশ্নঃ ভারতের প্রাচীনতম ও ব্যস্ততম রাস্তাটির নাম কি?
উত্তরঃ গ্রান্ড ট্রাঙ্ক রোড।

৬) প্রশ্নঃ দুর্গাপুর ইস্পাত কেন্দ্রটি কোথা থেকে বিদ্যুৎ পায়?
উত্তরঃ দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে।

৭) প্রশ্নঃ সমুদ্রের জলে লবণাক্ততার ঘনত্ব মাপার যন্ত্রের নাম কি?
উত্তরঃ স্যালিনোমিটার।

৮) প্রশ্নঃ পর্বত সৃষ্টিকারী আন্দোলন কে কী বলা হয়?
উত্তরঃ গিরিজনি আন্দোলন।

৯) প্রশ্নঃ ভারতের সঙ্গে ভুটানের সংযোগকারী সীমান্ত শহর কোনটি?
উত্তরঃ ফুন্টশেলিং।

১০) প্রশ্নঃ প্রাথমিক স্তরে বাধ্যতামূলক শিক্ষার কথা সংবিধানের কোন ধারাতে বলা হয়?
উত্তরঃ ৪৫ নম্বর ধারায়।

১১) প্রশ্নঃ কোন হিন্দি ছবিতে শাহরুখ খান অ্যাস্পারগার্স সিনড্রোমে ভুগতেন?
উত্তরঃ মাই নেম ইজ খান।

১২) প্রশ্নঃ ন্যানো টেকনোলজি আইডিয়া প্রথম কোন বিজ্ঞানী দিয়েছিলেন?
উত্তরঃ বিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান।

১৩) প্রশ্নঃ পৃথিবীর কক্ষপথের নিক্ষিপ্ত প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম কি?
উত্তরঃ স্পুটনিক।

১৪) প্রশ্নঃ ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম মহিলা শহীদ কে?
উত্তরঃ প্রীতিলতা ওয়াদ্দেদার।

১৫) প্রশ্নঃ কোন জিনিসটা দিনের চেয়ে রাতে বিছানায় নেওয়ার স্বাদ বেশি?
উত্তরঃ ঘুম (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।