ওয়ানডেতে উইকেট-রক্ষক হিসেবে সর্বাধিক সেঞ্চুরি হাঁকিয়েছেন যে ৬ জন ক্রিকেটার

যে কোন খেলায় একজন উইকেটরক্ষকের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। উইকেটের পেছনে দাঁড়িয়ে থেকে তারা যেমন বোলারদের উইকেট নিতে সাহায্য করেন অন্যদিকে ব্যাট হাতেও বড় বড় ইনিংস খেলতে সক্ষম হন। আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বহু উইকেটরক্ষক এসেছেন, যারা তাদের ক্রিকেট ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছেন। এবার দেখে নেওয়া যাক, আন্তর্জাতিক ওয়ানডে যে ৬ জন উইকেট-রক্ষক সর্বাধিক সেঞ্চুরি হাঁকিয়েছেন:

১) কুমার সাঙ্গাকারা: ২৩ সেঞ্চুরি

Image

শ্রীলঙ্কার কিংবদন্তি খেলোয়াড় কুমার সাঙ্গাকারা একজন উইকেট-রক্ষক হওয়ার পাশাপাশি অসাধারণ ব্যাটসম্যান ছিলেন। তিনি দলের হয়ে বহুবার ম্যাচজয়ী ইনিংস খেলেছেন। পরিসংখ্যান বলছে, সাঙ্গাকারা উইকেট-রক্ষক হিসেবে ৩৪০টি ইনিংসে ৪৩.৭৪ গড়ে ১৩৩৪১ রান করেছেন। যার মধ্যে রয়েছে ২৩টি সেঞ্চুরি ও ৯১টি হাফ সেঞ্চুরি। তার সর্বোচ্চ স্কোর ১৬৯ রান।

২) কুইন্টন ডি কক: ১৭ সেঞ্চুরি

Image

সম্প্রতি এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক। ভারতের বিপক্ষে তার ওয়ানডে ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি হাঁকিয়ে গিলক্রিস্টকে পেছনে ফেলেন। পরিসংখ্যান বলছে, কুইন্টন ডি কক ১২৬টি ইনিংসে ৪৬.৫১ গড়ে ৫৫৮১ রান করেছেন। যার মধ্যে রয়েছে ১৭টি সেঞ্চুরি ও ২৭টি হাফ সেঞ্চুরি। তার সর্বোচ্চ স্কোর ১৭৮ রান।

৩) অ্যাডাম গিলক্রিস্ট: ১৬ সেঞ্চুরি

Image

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র অ্যাডাম গিলক্রিস্ট, যিনি একজন অসাধারণ উইকেটরক্ষক হওয়ার পাশাপাশি দুর্ধর্ষ ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে টানা তিনটি বিশ্বকাপ ফাইনালেই গিলক্রিস্ট ৫০-র অধিক স্কোর করেছিলেন। পরিসংখ্যান বলছে, তিনি ২৭৪টি ইনিংসে ৩৫.৭৪ গড়ে ৯৪১০ রান করেছেন। যার মধ্যে রয়েছে ১৬টি সেঞ্চুরি ও ৫৩টি হাফ সেঞ্চুরি। তার সর্বোচ্চ স্কোর ১৭২ রান।

৪) এবি ডি ভিলিয়ার্স: ১০ সেঞ্চুরি

Image

দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স, কখনও কখনও দলের প্রয়োজনে উইকেট-রক্ষকের গ্লাভসও তুলে নিয়েছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি বেশিরভাগ ব্যাটসম্যান হিসেবেই খেলেছেন। মাঠের মধ্যে তার অদ্ভুত রকমের শট খেলতে দেখে তাকে ৩৬০° ক্রিকেটারের আখ্যা দেওয়া হয়। পরিসংখ্যান বলছে, এবি ডি ভিলিয়ার্স ৫৫টি ইনিংসে ৭০.৫৫ গড়ে ২৯৬৩ রান করেছেন। যার মধ্যে রয়েছে ১০টি সেঞ্চুরি ও ১৭টি হাফ সেঞ্চুরি। তার সর্বোচ্চ স্কোর ১৪৯ রান।

৫) শাই হোপ: ১০ সেঞ্চুরি

Image

ওয়েস্ট ইন্ডিজের উইকেট-রক্ষক ব্যাটসম্যান শাই হোপ ৮১টি ওয়ানডে ইনিংসে ৫২.০৮ গড়ে ৩৬৯৬ রান করেছেন। যার মধ্যে রয়েছে ১০টি সেঞ্চুরি ও ২০টি হাফ সেঞ্চুরি। তার সর্বোচ্চ স্কোর ১৭০ রান। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনার ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭০ রানের ইনিংস খেলেছিলেন। এর পাশাপাশি জন ক্যাম্বেল ১৭৯ রান করেন এবং তাদের জুটিতে ওঠে ৩৬৫ রান, যা আন্তর্জাতিক ওয়ানডের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ।

৬) মহেন্দ্র সিং ধোনি: ১০ সেঞ্চুরি

Image

প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি একজন অসাধারণ উইকেটরক্ষক হওয়ার পাশাপাশি ব্যাট হাতেও দুর্দান্ত ছিলেন। ২০১১ বিশ্বকাপের ফাইনালে অপরাজিত ৯১ রানের ইনিংসটি হলো তার ক্যারিয়ারের সেরা । বেশিভাগ তিনি ৫-৬ নম্বর পজিশনে খেলেছেন, যেখানে তাকে দুর্দান্ত ফিনিশারের ভূমিকায় দেখা গেছে। মহেন্দ্র সিং ধোনি ২৯৭টি ইনিংসে ৫০.৫৮ গড়ে ১০,৭৭৩ রান করেছেন। যার মধ্যে রয়েছে ১০টি সেঞ্চুরি ও ৭৩টি হাফ সেঞ্চুরি। তার সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৮৩ রান — যা উইকেটরক্ষক হিসেবে রেকর্ড।