Health
করোনার দ্বিতীয় ঢেউয়ে দেখা দিয়েছে তিনটি নতুন উপসর্গ
গত বছরে করোনা যে মহামারীর রূপ নিয়েছিল তা আবার পুনরাবৃত্তি হতে চলেছে বলে আশঙ্কা করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে। নতুন করে করোনা সংক্রমণের বৃদ্ধি পাওয়া নিয়ে যে ধারনা (স্ট্রেন ভাইরাস) করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তাই বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে সচেতন না হতে পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। জনগণের অসচেতনতা ও করোনাকে তোয়াক্কা না করার কারণেই দ্বিতীয়বার করোনার ঢেউ উপচে পড়েছে।
খবর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় গোটা ভারতবর্ষের লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১১৫,৭৩৬ জন। যার মধ্যে মহারাষ্ট্রের ৫৫,০০০ জন এবং পশ্চিমবঙ্গের দুই হাজারেরও বেশি।
করোনার দ্বিতীয় ঢেউয়ে ঠিক কি কি উপসর্গ দেখা দিয়েছে, জেনে নেওয়া যাক:-
করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আগের মতই জ্বর আসছে, স্বাদ ও গন্ধে পরিবর্তন হচ্ছে এবং সেইসাথে শ্বাসকষ্ট রয়েছে। এবার তার সাথে দেখা দিয়েছে নতুন কয়েকটি উপসর্গ; যে গুলির মধ্যে রয়েছে:-
১) গোলাপি বর্ণের চোখ: একটি গবেষণা দ্বারা জানা গেছে গোলাপি বর্ণের চোখ বা কনজেক্টিভাইটিস হলো করোনা ভাইরাস সংক্রমণের নতুন উপসর্গ। সেই সকল ব্যক্তিদের মধ্যে ক্ষণে ক্ষণে চোখের জল আসা, ফোলা ফোলা ভাব এবং গোলাপী চোখ এর মধ্যেও লাল হওয়া — এসব এখন নতুন COVID-19 এর উপসর্গ বলে জানা গেছে।
২) শ্রবণ ক্ষমতা হ্রাস পাওয়া: করোনার নতুন সংক্রমণে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শ্রবণ ক্ষমতা হ্রাস পেয়েছে। একটি গবেষণায় ৫৬ জন ব্যক্তিদের মধ্যে পরীক্ষা করে দেখা গেছে তার অর্ধেক মানুষ শ্রবণ ক্ষমতা হারিয়েছে।
৩) হজমশক্তি ক্ষতিগ্রস্ত হওয়া: গবেষকরা জানিয়েছেন, নতুন করে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের অধিকাংশেরই হজমশক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সময় ডায়রিয়া, বমি বমি ভাব, পেট ব্যথা ইত্যাদি দেখা দিচ্ছে। আপনিও যদি হজমের সমস্যায় ভোগেন তাহলে করোনা টেস্ট করানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
