শচীন টেন্ডুলকার বেছে নিলেন তাঁর সময়ের সেরা ৫ জন অলরাউন্ডারকে

শচীন টেন্ডুলকার তাঁর সময়ের সেরা পাঁচজন বিশ্ব বিখ্যাত অলরাউন্ডারকে বেছে নিয়েছেন। যাদের খেলতে দেখে তিনি বড় হয়েছেন। বিশ্বের এই সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান শচীনের দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড রয়েছে, যার মধ্যে কতগুলি ভাঙ্গা প্রায় অসম্ভবও।

Sachin Tendulkar plays a shot - ABC News (Australian Broadcasting  Corporation)

বর্তমান সময়ে সেরা ক্রিকেটারদের বেছে নেওয়া একটা ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে। এবার সেই তালিকায় ‘মাস্টার ব্লাস্টার’ শচীন টেন্ডুলকারও তার নিজের মত প্রকাশ করেছেন। তিনি বেছে নিয়েছেন তার প্রিয় অলরাউন্ডার ক্রিকেটারদের।

The List: Players who've been the youngest or oldest for a team the most  often

শচীন টেন্ডুলকার জানিয়েছেন, “আমি বিশ্বের যে পাঁচজন অলরাউন্ডারকে খেলতে দেখে বড় হয়েছি তাদের মধ্যে সবার প্রথমে হলেন কপিল দেব। ভারতীয় দলকে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ এনে দেন তিনিই। এরপর দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খান, তার বিপক্ষে খেলতে আমি প্রথম বার বিদেশ সফর করি।”

Wisden Obituary: Clive Rice

এরপর শচীন জানান, “তৃতীয় জন হলেন নিউজিল্যান্ডের বিখ্যাত অলরাউন্ডার রিচার্ড হ্যাডলি। তার বিপক্ষে যেবার আমি খেলি তখন দ্বিতীয়বারের মতো বিদেশ সফর করি। চতুর্থ ও পঞ্চম সেরা অলরাউন্ডার হলেন ম্যালকম মার্শাল এবং ইয়ান বোথাম, যাদের বিপক্ষেও আমি খেলার সুযোগ পেয়েছিলাম।”