আগারকারের নামে যে ব্যাটিং রেকর্ডটি রয়েছে তা শচীন টেন্ডুলকার অর্জন করতে ব্যর্থ হয়েছেন

‘ক্রিকেট ঈশ্বর’ শচীন টেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১০০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার ২৪ বছর ক্রিকেট ক্যারিয়ারে অধিকাংশ ব্যাটিং রেকর্ডগুলি তার নামেই রয়েছে। তবে অজিত আগারকার বোলার হিসেবে পরিচিত হলেও তার নামে যে একটি বিশেষ ব্যাটিং রেকর্ড রয়েছে, তা শচীন কখনোও অর্জন করতে পারেননি।  

তিনি ২০০টি টেস্টে মোট ৫১টি সেঞ্চুরি করেছেন। বিশ্বের প্রতিটি মাঠেই তার ব্যাট থেকে সেঞ্চুরি এসেছে, কেবল একটি মাঠ ছাড়া। যে মাঠে সেঞ্চুরি করলে খেলোয়াড়দের নাম স্মরণীয় রাখতে একটি বিশেষ বোর্ডে নামাঙ্কিত করা হয়। আর এই মাঠেই অজিত আগারকার তার ক্যারিয়ারের কেবলমাত্র একটি সেঞ্চুরি হাঁকিয়ে স্মরণীয় করে রেখেছেন।

Graeme Swan: Tendulkar got a hundred on my debut but then he got ...

আসলে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে শচীনের নামে একটিও সেঞ্চুরি নেই। শুধু তাই নয়, একটি হাফসেঞ্চুরি করতেও ব্যর্থ হয়েছেন। পরিসংখ্যান বলছে, লর্ডসের মাটিতে শচীন টেন্ডুলকার মোট ৯টি ইনিংসে ২১.৬৭ ব্যাটিং গড় নিয়ে মোট ১৯৫ রান করেছেন। তার সর্বোচ্চ স্কোরটি হল ৩৭ রান।

তবে শুধু শচীনই নন, বিশ্বের কিছু তাবড় তাবড় ব্যাটসম্যানও এই মাঠে সেঞ্চুরি হাঁকাতে ব্যর্থ হয়েছেন। কিংবদন্তি সুনীল গাভাস্কার থেকে শুরু করে রিকি পন্টিং, ব্রায়ান লারা, জ্যাক ক্যালিস ও বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলিও এই তালিকায় রয়েছেন।

Match Point : England v India, 2nd Investec Test, Lord's, 4th day ...

আর এদিকে অজিত আগারকার কেবলমাত্র একটি সেঞ্চুরি হাঁকিয়েই সেটাকে তিনি লর্ডসের মাঠে স্মরণীয় করে রেখেছেন। প্রসঙ্গত, ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড অজিত আগারকার ৮ নম্বরে ব্যাট করতে নেমে ১৬টি বাউন্ডারির সাহায্যে ১০৯ রানের ইনিংস খেলেন। তবুও দলকে পরাজয়ের মুখ থেকে বাঁচাতে পারেননি। ইংল্যান্ডের কাছে ১৭০ রানে পরাজিত হয় ভারতীয় দল।

ঐতিহাসিক লর্ডসের মাটিতে এখনও পর্যন্ত ১০ জন ভারতীয় ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভারতীয় ওপেনার কে. এল. রাহুল সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচের সেরা হয়েছেন।