‘হিটম্যান’ রোহিত ও ‘মাস্টার ব্লাস্টার’ শচীনের মধ্যে এই পাঁচটি বিষয়ে হুবহু মিল রয়েছে

বর্তমান সময়ে বিরাট কোহলিকে প্রায় শচীন টেন্ডুলকারের সাথে তুলনা করা হয়। তবে সেই পাল্লা দিয়ে ভারতীয় দলে আরও এক খেলোয়াড় রয়েছেন, যার ব্যাটিং স্টাইল কিছুটা শচীনের মতই। তিনি আর কেউ নন বর্তমান ভারতীয় দলের দুর্দান্ত ওপেনার রোহিত শর্মা। হিটম্যান ও মাস্টার ব্লাস্টার এই দুই ক্রিকেটারই মুম্বাইয়ের এবং তাদের মধ্যে কয়েকটি বিষয়ে কাকতালীয়ভাবে মিল রয়েছে। এবার জেনে নেওয়া যাক সেই পাঁচটি পরিসংখ্যান সম্পর্কে:

□ ১১১ রানের ইনিংস: শচীন টেন্ডুলকার এবং রোহিত শর্মা তাদের ওয়ানডে ক্যারিয়ারে মোট তিনবার ১১১ রানের ইনিংস রয়েছে। এছাড়াও তারা একবার করে ১৫২ রানেরও ইনিংস খেলেছেন। এই পরিসংখ্যানটি আর কোনও ভারতীয় ব্যাটসম্যানের নামের নেই। এছাড়াও ওয়ানডে বিশ্বকাপে উভয়েরই ৬টি করে সেঞ্চুরি করেছেন। 

The Field on Twitter: "Two overs left. Rohit Sharma on strike, batting on  183. A 3rd double century on cards? #INDvSL live: https://t.co/BxN1N0biJ1"  / Twitter

□ টেস্টে ১০০০ রান: রোহিত শর্মা ও শচীন টেন্ডুলকারের মধ্যে টেস্ট ক্রিকেটে একটি কাকতালীয় ভাবে মিল রয়েছে। দীর্ঘদিন টেস্ট ক্রিকেটে দলের বাইরে থাকলেও এবার নিজের জায়গাটা পাকাপোক্ত করেছেন রোহিত শর্মা। আসলে দুজনেই তাদের প্রথম ১০০০ রানের গণ্ডি পার করেছিলেন ১৯তম টেস্ট ইনিংসে।

This could be Rohit Sharma's finest knock to date: Reactions to the  Hitman's seventh Test century

□ ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর: শচীন টেন্ডুলকার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে অপরাজিত ২০০ রানের ইনিংস খেলেন। এদিকে রোহিত শর্মা শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ২৬৪ রান করেছিলেন। তবে এই দুটি ম্যাচে ভারতীয় দল একই রানের (১৫৩) ব্যবধানে জয়লাভ করে।

India vs West Indies, 5th ODI: Rohit Sharma fastest to 200 ODI sixes - The  Statesman

□ আইপিএল সেঞ্চুরি: শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মা উভয়ই একমাত্র ভারতীয় খেলোয়াড় যারা মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন। এছাড়া তাদের আইপিএল ক্যারিয়ারে একটি করেই সেঞ্চুরি রয়েছে। ২০১১ সালে শচীন টেন্ডুলকার কোচি টাস্কারসের বিপক্ষে করেছিলেন। এরপরের মরসুমেই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রোহিত শর্মা সেঞ্চুরি হাঁকান।

IPL 2019: Experts laud Rohit Sharma's decision to open batting for Mumbai  Indians

□ আইপিএল অধিনায়ক: আইপিএলের উদ্বোধনী মরসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিলেন শচীন টেন্ডুলকার। এর কয়েক বছর পর অধিনায়কত্ব করার সুযোগ পান রোহিত শর্মা। আসলে উভয়ই একই দলের অধিনায়কত্ব করেছেন। কিন্তু এর পরে রোহিত শর্মাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। তার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচবারের চ্যাম্পিয়ন হয়।

Watch: People are going through hard times, we are lucky to be doing what  we like,