অনুশীলন ম্যাচে রুটকে নকল করেছিলেন বিরাট কোহলি, ট্রল করলেন মাইকেল ভন

আগামী ১লা জুলাই থেকে ইংল্যান্ডের বিপক্ষে ভারত মাত্র একটি টেস্ট ম্যাচে মুখোমুখি হবে। তবে তার আগেই ইংল্যান্ড ক্লাব লেস্টারশায়ারের সঙ্গে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারতীয় দল। প্রথম দিনের খেলা শেষে ভারত ৮ উইকেট হারিয়ে ২৪৬ রান করে। এই সময় এমন একটি ঘটনা দেখা গেছে যার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

আসলে প্রথম দিনের মধ্যাহ্নভোজন পর্যন্ত ভারতীয় দল ৫ উইকেট হারিয়ে ৯০ রান তোলে এবং এর মধ্যেই মাঠে ব্যাট করছিলেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এর পাশাপাশি তিনি জো রুটকে নকল করার চেষ্টা করেছিলেন, যা করতে ব্যর্থ হন তিনি। 

https://twitter.com/bittuyash18/status/1539931635000688642?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1539931635000688642%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fhindi.sportzwiki.com%2Fcricket%2Fmichael-vaughan-troll-virat-kohli-video-viral%2F

সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে সরাসরি ব্যাটকে মাটিতে দাঁড় করিয়েছিলেন। যার পরে তার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছিল। অনেক ভক্ত তার কৌশলটিকে জাদু বলে অভিহিত করেছেন।

এরপর বিরাট কোহলিও অনুশীলন ম্যাচে একইভাবে নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে ব্যাটকে সোজাভাবে দাঁড় করানোর চেষ্টা করছিলেন। বিরাট প্রথমে ডান এবং তারপর বাম হাত দিয়ে এটি করার চেষ্টা করেছিলেন, কিন্তু দুইবারই তিনি তার ব্যাটকে মাটিতে দাঁড় করাতে পারেননি।

https://twitter.com/MichaelVaughan/status/1540045577202827264?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1540045577202827264%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fhindi.sportzwiki.com%2Fcricket%2Fmichael-vaughan-troll-virat-kohli-video-viral%2F

এই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। একইসঙ্গে ভাইরাল ভিডিও নিয়ে কোহলিকে ট্রোল করেছেন মাইকেল ভন। তিনি টুইট করে লিখেছেন, “জো-র মতো ব্যাট ব্যালেন্সিং নেই বিরাটের।” এরপর দুটি অট্টহাসির ইমোজি দিয়েছেন। শুধু এটাই প্রথমবার নয়, মাঝেমধ্যেই বিরাট কোহলিকে খোঁচা দিতে থাকেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন।