রোহিত শর্মা জানালেন এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় দুঃখজনক মুহূর্ত

বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা ওপেনারের তালিকায় নাম লিখিয়েছেন রোহিত শর্মা। হিটম্যান ক্রিজে থাকা মানেই প্রতিপক্ষ বোলারদের রাতের ঘুম কেড়ে নেওয়া। শুরু থেকেই আক্রমনাত্মক স্টাইলে ব্যাটিং করেন। ২০১৯ বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়েছিলেন অথচ তাকে দেশের মাটিতে ২০১১ বিশ্বকাপে দল থেকে বাদ পড়তে হয়েছিল।

India v Pakistan: Orthodox but exceptional, Rohit Sharma deserves greater adulation | Sport | The Sunday Times

রোহিত অবশ্য স্বীকার করেছেন যে খারাপ পারফরম্যান্সের জন্য তাকে বাদ যেতে হয়েছিল। এই কারণে তিনি নিজেকে দায়ী করেন এবং তবে খেলতে না পারার যন্ত্রণা তাকে পুরোপুরি বদলে দেয়।  

এরপর তার জীবনে বিশাল পরিবর্তন আসে ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। প্রথমবার তাকে অধিনায়ক ধোনি ওপেনিং করার সুযোগ করে দিয়েছিলেন। এরপর হিটম্যানকে আর কখনো পিছন ফিরে তাকাতে হয় নি।

India vs West Indies, 5th ODI: Rohit Sharma fastest to 200 ODI sixes

ইংল্যান্ডের ক্রিকেটার পিটারসেনের সাথে এক সাক্ষাৎকারে এই কথাগুলি জানিয়েছেন। তিনি বলেন, ২০১১ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি তার ঘরের মাঠে অর্থাৎ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হয়েছিল। তিনি ঘরে বসেই সেদিন ম্যাচটি দেখেছিলেন। বিশ্বকাপ জয়ের আনন্দের সাথে তিনি খেলতে না পারার দুঃখও পেয়েছিলেন। 

Captain Cool M S DHONI : The Man With The Midas Touch -

তবে অবশ্য তিনি ওই বিশ্বকাপে কেন সুযোগ পাননি সেই কথাও ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন যে, “২০১১ বিশ্বকাপ দলে সুযোগ পাইনি, সেটাই আমার জীবনের সবচেয়ে দুঃখজনক মুহূর্ত। নিজের খারাপ পারফরম্যান্সের জন্যই দল থেকে বাদ পড়ি। সেই সময়ে আমি সেরা ফর্মে ছিলাম না। তবে এই ধাক্কাটাই আমার ক্রিকেট ক্যারিয়ারকে বদলে দিয়েছিল।”