ম্যাচ হেরেও ইতিহাস তৈরি করলেন রোহিত শর্মা, প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে এমনটা করলেন

রোহিত শর্মা বরাবরই বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য বিখ্যাত। ভারতীয় দলের হয়ে অনেক ম্যাচ জিতিয়েছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে চোট পাওয়ার পরও রোহিত শর্মা ঝড়ো ব্যাটিং করে সবার মন জয় করেছেন। এই ম্যাচে পাঁচটি বিশাল ছক্কা হাঁকিয়েছেন এবং এর ভিত্তিতে গড়েছেন নিজের নামে একটি বড় রেকর্ড।

কঠিন অবস্থায় থাকা ভারতীয় দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান রোহিত শর্মা। মাঠে নেমেই রানের বন্যা বইয়ে দেন তিনি। মাত্র ২৮ বলে ৫১ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন, যার মধ্যে ছিল তিনটি চার এবং পাঁচটি ছক্কা। এর সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ ছক্কাও পূর্ন করেন তিনি। তিনি প্রথম ভারতীয় খেলোয়াড় এবং ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এমনটা করেছেন।

Image

আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ ছক্কা হাঁকিয়ে ক্রিস গেইলের ক্লাবে যোগ দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ক্রিস গেইল এখনো পর্যন্ত ৫৫১ ইনিংসে ৫৫৩টি ছক্কা হাঁকিয়েছেন। ক্রিস গেইল এবং রোহিত শর্মার পর সবচেয়ে বেশি ছক্কা মারার দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছেন শাহিদ আফ্রিদি (৪৭৬), এরপর ব্রেন্ডন ম্যাকম্যাকুলাম (৩৯৮) ও মার্টিন গাপটিল (৩৮৩) চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন।

রোহিত শর্মাকে বিশ্বের বিস্ফোরক ওপেনারদের মধ্যে গণ্য করা হয়। যখন তার ছন্দে থাকে তখন যে কোনও বোলিং লাইনকে গুঁড়িয়ে দিতে পিছুপা হন না। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তার সর্বোচ্চ চারটি সেঞ্চুরি রয়েছে। বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দলের জয়ের জন্য শেষ দুই বলে দুটি ছক্কার দরকার ছিল, কিন্তু অধিনায়ক রোহিত শর্মা একটি ছক্কা হাঁকাতে সক্ষম হন। বাংলাদেশের বিপক্ষে ০-২ ব্যবধানে সিরিজ হারতে হয়েছে ভারতকে।