রিকি পন্টিং বেছে নিলেন সর্বকালের সেরা তিন ফিল্ডারকে, তালিকায় একজনও ভারতীয় নেই

অতীতের তুলনায় এখন ভারতীয় দলে ফিল্ডিংয়ে অভাবনীয় উন্নতি ঘটেছে। যুবরাজ সিং থেকে শুরু করে সুরেশ রায়না এবং বর্তমানে বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার মত দুর্দান্ত ফিল্ডাররা রয়েছেন। তবে প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং তার সর্বকালের সেরা ফিল্ডারদের তালিকায় একজনও ভারতীয়কে বেছে নেননি। পন্টিংয়ের সেরা ফিল্ডার তালিকায় দুজন দক্ষিণ আফ্রিকার ও অস্ট্রেলিয়ার তারই এক সতীর্থকে বেছে নিয়েছেন।

Ricky Ponting names his BBL|10 Team of the Year

এদিকে রিকি পন্টিংয়ও তার সময়ের অন্যতম সেরা ফিল্ডার ছিলেন। দুর্দান্ত ব্যাটিং এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৮০ জনকে রান আউট করেছেন, যা কোন ফিল্ডারের দ্বারা সর্বাধিক রান আউট। অন্যদিকে বিখ্যাত ফিল্ডার জন্টি রোডসও ৬৮ জনকে রান আউট করে দ্বিতীয় স্থানে রয়েছেন। দু-বারের বিশ্বকাপজয়ী অধিনায়ক পন্টিং এই প্রজন্মের সেরা ৩ ফিল্ডারকে বাছাই করেছেন।

Happy Birthday Jonty Rhodes; Superman of Cricket - The Statesman

রিকি পন্টিং অবসরের পর ধারাভাষ্যকার ও কোচিং এর দায়িত্বে রয়েছেন। বর্তমানে তিনি আইপিএলের দিল্লি ক্যাপিটালস এর প্রধান কোচ। কিন্তু আশ্চর্যের বিষয় ভারতীয় দলে এত দুর্দান্ত ফিল্ডার থাকা সত্ত্বেও, একজনকেও বেছে নেননি তিনি। এক টুইটার ব্যবহারকারী পন্টিংকে তার পছন্দের সেরা তিন ফিল্ডারকে বেছে নিতে বলেছিলেন। এরপর তিনি তারই এক দলীয় সতীর্থ অ্যান্ড্রু সাইমন্ডস, দক্ষিণ আফ্রিকার জন্টি রোডস ও এবি ডি ভিলিয়ার্সকে মনোনীত করেন।

Legends Month: Best of Andrew Symonds | cricket.com.au

আন্তর্জাতিক ক্রিকেটে রিকি পন্টিংয়ের পরিসংখ্যানের কথা বললে, তিনি ১৬৮ টেস্টে ৪১টি সেঞ্চুরি সহ ১৩,৩৭৮ রান। ৩৭৫ ওয়ানডেতে ৩০টি সেঞ্চুরি সহ ১৩,৭০৪ রান করেছেন। এছাড়াও ১৭ টি-টোয়েন্টি ম্যাচে ৪০১ রান করেন। তার অধিনায়কত্বের অস্ট্রেলিয়া দল ২০০৩ ও ২০০৭ সালে টানা দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়।