এই ৭টি কাজ জীবিত অবস্থায় করতে চেয়েছিলেন রাবণ, ভাগ্যের ফেরে যা অসমাপ্ত

বিশ্বের শ্রেষ্ঠ যোদ্ধা হওয়ার পাশাপাশি রাবণ ছিলেন একজন মহান পন্ডিত ও জ্ঞানী। কিন্তু রাবণের সবচেয়ে বড় দুর্বলতা ছিল নিজের শক্তি ও জ্ঞানের অহংকারে নিজেকে ভগবান বলে মনে করতেন এবং ভগবানের নিয়ম পরিবর্তন করতে চেয়েছিলেন। তবে রাবণ যদি আরও কয়েক বছর যদি বেঁচে থাকতেন তাহলে তার কয়েকটি অসমাপ্ত কাজ শেষ করতেন এবং তখন পৃথিবীটা অন্যরকম হতে পারত। এবার জেনে নেওয়া যাক রাবণের ৭টি অসমাপ্ত কাজগুলি কি কি —

Image

১) রাবণের প্রথম স্বপ্ন ছিল স্বর্গে সিঁড়ি তৈরি করা। রাবণ চেয়েছিলেন প্রতিটি মানুষ স্বর্গে যাক, তাই তিনি পৃথিবী থেকে স্বর্গ তৈরি করার কাজ শুরু করেছিলেন। কিন্তু সিঁড়ি প্রস্তুত হওয়ার আগেই রাবণ ভগবান রামের হাতে নিহত হন।

২) রাবণের দ্বিতীয় স্বপ্ন ছিল সমুদ্রের জল মিষ্টি করা। রাবণ জানতেন পৃথিবীতে পানীয় জল খুবই কম। সমুদ্রের জল মিষ্টি হয়ে গেলে পানীয় জলের সমস্যা চিরতরে শেষ হয়ে যাবে। কিন্তু কাজটি অসমাপ্ত রেখেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান।

৩) রাবণের তৃতীয় অসমাপ্ত কাজটি ছিল সোনায় সুগন্ধ যোগ করা। আসলে সোনা ছিল তার অত্যন্ত প্রিয় এবং তাই পুরো শহরটিকে সোনায় তৈরি করেন। রাবণ চেয়েছিলেন সোনায় একটি সুগন্ধি থাকুক যার দ্বারা এর সন্ধান পেতে আরও সহজ হয়।  

৪) রাবণ যদি আরও কিছুদিন বেঁচে থাকতেন তবে তিনি মদকে গন্ধহীন করে দিতেন। রাবণের চতুর্থ স্বপ্ন ছিল মদে যেন গন্ধ না থাকে, যাতে সবাই পান করতে পারে।

৫) লঙ্কাপতি রাবণ চেয়েছিলেন বর্ণবাদের অবসান ঘটাতে। আসলে রাবণ নিজেই কালো ছিলেন তাই তিনি চেয়েছিলেন সবাই যেন ফর্সা হয়ে উঠুক, যাতে কেউ তাদের বর্ণ নিয়ে ঠাট্টা করতে না পারে।

৬) রাবণ চেয়েছিলেন পৃথিবীতে ঈশ্বরের পুজো বন্ধ করে তার পূজা হোক, কিন্তু রাবণের এই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার আগেই তিনি পৃথিবী ছেড়ে চলে যান।

৭) রক্তের রঙ লাল, যেটা রাবণ সাদা করতে চেয়েছিলেন যাতে তার দ্বারা সংঘটিত হত্যাকান্ডের কথা কেউ জানতে না পারে।