রাখি বন্ধন ২০২২: কেন রাখিতে তিনটি গিঁট দেওয়া হয়; জেনে নিন এর রহস্য

ভারতবর্ষে রাখি বন্ধন অত্যন্ত আড়ম্বরপূর্ণ ভাবে পালিত হয়। এই দিনে বোনেরা তার ভাইদের কব্জিতে রাখি বেঁধে তাদের দীর্ঘায়ু কামনা করে। সেই সাথে ভাই তার বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। আমরা সবাই রাখি বন্ধন উৎসব পালন করি এবং এর গুরুত্ব সম্পর্কে সকলেই জানেন। তবে এমনও কিছু জিনিস রয়েছে যা অনেকেরই অজানা। 

রাখি বন্ধনের দিন বোনেরা তার ভাইয়ের কব্জিতে রাখি বাঁধে। বোনেরা রাখি বাঁধার সময় তিনটি গিঁট দেয়। এর পেছনে একটি কারণ রয়েছে। আসলে তিনটি গিঁট বাঁধার সম্পর্ক রয়েছে ঈশ্বরের সাথে। গিঁট বাঁধার ধর্মীয় গুরুত্ব রয়েছে। তিনটি গিঁট অর্থাৎ ব্রহ্মা,।বিষ্ণু ও মহেশ্বর। কব্জিতে বাঁধা প্রতিটি গিঁটকে ঈশ্বরকে উপসর্গ করা হয়। হিন্দু ধর্মে এই তিনটি গিঁট অত্যন্ত শুভ বলে ধরা হয়।

তিনটি গিঁটও ভাই এবং বোনের সাথে সম্পর্কিত। প্রথম গিঁট ভাইয়ের দীর্ঘায়ু, দ্বিতীয় গিঁট বোনের দীর্ঘায়ু এবং তৃতীয় গিঁট বাঁধা হয় ভাই বোনের সম্পর্কের মাধুর্য ও সুরক্ষার জন্য। জানিয়ে রাখি শ্রাবণ মাসের শুক্লা পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব পালিত হয়। এই বছর ১১ই আগস্ট রাখি বন্ধন উৎসব পালিত হবে।

ভদ্রকালের রাখি বন্ধন পালন করা শাস্ত্রে নিষিদ্ধ অর্থাৎ সঠিক সময়ে রাখি পড়ার নিয়ম রয়েছে। ঐদিন ৮:৫০ এর পরের রাখি বাঁধার শুভ লগ্ন শুরু। হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী, সূর্যাস্তের পর রাখি পড়া নিষিদ্ধ।