জানেন শরীরের এই অংশের লোম ছিঁড়লে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে

মানুষের শরীরের এক বিশেষ অঙ্গে লোম ছিঁড়লে মৃত্যুর আশঙ্কা থাকে

আমরা সুস্থ থাকতে কত কিছুই না করি। কিছু পরিচর্যা এমন হয় যে, স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তবে বিশেষ করে নাকের লোম ঝামেলা সৃষ্টি করে এবং এটি নাক দিয়ে বেরিয়ে এলে সুরসুর করে, যা বিরক্তিকর। অনেকেই চিমটা দিয়েই ছিঁড়ে ফেলেন। এটা সাময়িক স্বস্তি পেলেও, এর জন্য মৃত্যু পর্যন্ত হতে পারে। 

Image

আসলে নাক দিয়ে নিশ্বাস নেওয়ার সময় আমরা যতটা বাতাস টেনে নিই, নাক ফিল্টার হিসেবে কাজ করে এবং নাকের ভিতর থাকা লোমগুলি ধুলোবালি থেকে রক্ষা করে। এর ফলে আমরা বিশুদ্ধ বায়ু গ্রহণ করতে পারি। কিন্তু নাকে লোম না থাকলে বাতাসের সাথে সাথে ধুলোবালিও ঢুকে যেতে পারে।

কিন্তু অনেকের নাকের লোম একেবারেই পছন্দ হয় না, তাই চিমটা করে তুলে ফেলেন। আসলে লোম ছিঁড়ে ফেললে তা গোঁড়া থেকে উপরে উঠে আসে। এর ফলে সেখানে গর্তে সৃষ্টি হয় আর নিশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে এই গর্ত দিয়ে অনেক ব্যাকটেরিয়া নাকের ভিতর দিয়ে লোমকূপে সহজেই প্রবেশ করতে পারে।

Image

ওই লোমের গোড়ায় রক্তনালি থাকে এবং এর মাধ্যমে ব্যাকটেরিয়া প্রবেশ করে সহজেই রক্তের সাথে মিশে যেতে পারে এবং ইনফেকশন ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। অনেক সময় এই ব্যাকটেরিয়াগুলি মস্তিষ্কের মধ্যে গিয়ে ব্রেন টিউমারের সৃষ্টি করে। যার ফলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে।

যদিও নাকের বাইরে লোম বেরিয়ে আসা কারও পছন্দ নয় ,তবুও সেগুলি চিমটা দিয়ে তোলার কোন প্রয়োজন নেই, বরং এতে আপনারই ক্ষতি। তাই কাঁচি দিয়ে ছেঁটে ফেলতে পারেন। কিন্তু গোঁড়া থেকে তুলে ফেললে তার রোগের কারণ হয়ে দাঁড়াবে। তাই যতটুকু প্রয়োজন ততটুকু কাটুন।