বিশ্বের তিন অধিনায়ক যারা ১০০টির বেশি ওয়ানডে ম্যাচ জিতেছেন, তালিকায় এক ভারতীয়

ক্রিকেট দলে একজন অধিনায়কের অনেক বড় ভূমিকা থাকে। কারণ তিনি তার বুদ্ধিদীপ্ত এবং প্রকৌশলীর সাহায্যে দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। আন্তর্জাতিক ক্রিকেটে এমন অনেক অধিনায়ক এসেছেন যারা দলকে সাফল্যের শিখরে নিয়ে গেছেন। আজকের প্রতিবেদনে এমন তিন অধিনায়কের কথা বলা হয়েছে, যারা আন্তর্জাতিক ওয়ানডেতে ১০০টির বেশি ম্যাচ জিতেছেন:

১) রিকি পন্টিং: ১৬৫টি জয়ী

রিকি পন্টিংকে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক হিসেবে গণ্য করা হয়। অস্ট্রেলিয়ার হয়ে তিনি দলকে এতটাই শক্তপোক্ত করে তুলেছিলেন যেখানে তাদেরকে হারানো খুবই কঠিন ছিল। রিকি পন্টিং ২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত ২৩০টি ওয়ানডে ম্যাচে অধিনায়কত্ব করেছেন যেখানে তিনি ১৬৫টি ম্যাচে জয়ী হন। তার ম্যাচ জয়ের শতকরা ৭৬.১৪। এর মধ্যে তিনি টানা দুইবার (২০০৩ ও ২০০৭ সাল) অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছেন।

২) মহেন্দ্র সিং ধোনি: ১১০টি জয়

ভারত তথা বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও এই তালিকায় রয়েছেন। ২০০৭ সালে খুবই অল্প বয়সে তিনি নেতৃত্বভার গ্রহণ করেন। এরপর ভারতীয় দলকে ধীরে ধীরে উন্নতির শিখরে নিয়ে যান। ধোনির ঝুলিতে রয়েছে আইসিসির প্রধান তিনটি ট্রফি — ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি, এই কৃতিত্ব আর কোনও অধিনায়কের নেই। তিনি ভারতের হয়ে মোট ২০০টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন যেখানে ১১০টিতে জয় আসে। ধোনির ম্যাচ জয়ের শতকরা ৫৯.৫২।

৩) অ্যালান বর্ডার: ১০৭টি জয়

অ্যালান বর্ডারের নেতৃত্বে অস্ট্রেলিয়া দল প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল। তিনি অস্ট্রেলিয়ার হয়ে টানা ৯ বছর আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন। তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্টটি হলো ১৯৮৭ সালের বিশ্বকাপ জয়। তিনি একজন দুর্দান্ত ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি অধিনায়ক হিসেবেও সফল হয়েছেন। অ্যালান বর্ডার অস্ট্রেলিয়ার হয়ে মোট ১৭৮টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন যেখানে ১০৭টি ম্যাচে জয়ী হন। তার ম্যাচ জয়ের শতকরা ৬১.৪২।