ক্রিকেট নিয়ে বলিউডে যে ১০টি মুভি তৈরি হয়েছে; আপনার দেখা কোনটি সেরা

ভারতবর্ষের মতো ক্রিকেটপ্রেমী মানুষ হয়তো গোটা বিশ্বে খুঁজলেও পাওয়া যাবে না। এমনকি যারা প্রবাসী ভারতীয় তাদেরও উন্মাদনা চোখে পড়ার মতো। এর পাশাপাশি ক্রিকেট ও বিনোদন জগতের ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। আর এই বিষয়টিকে কাজে লাগিয়ে সিনেমা নির্মাতারা খেলোয়াড়দের বায়োপিক থেকে শুরু করে ক্রিকেট সম্পর্কিত বিষয়গুলি নিয়ে সিনেমা তৈরি করে। এখনও পর্যন্ত ক্রিকেট নিয়ে বলিউডে যে ১০টি মুভি তৈরি হয়েছে, এই প্রতিবেদনে সেই সম্পর্কে বিস্তারিত রইল: 

১) লাগান:

Eating with Our Fingers, Watching Hindi Cinema and Consuming Cricket - Himal Southasian

২০০১ সালে মুক্তি পাওয়া লাগান ছবিটি ক্রিকেট সম্পর্কিত সেরা চলচ্চিত্রগুলির মধ্যে একটি। আমির খানের দুর্দান্ত অভিনয়ে দর্শকদের মন জয় করে। ছবিটির গল্পে দেখানো হয় পরাধীন ভারতবর্ষের একটি গ্রামের মানুষের জীবনযাত্রা ও দুর্ভোগ। সেখানে লাগান নামে একটি ক্রিকেট দল যারা ব্রিটিশদের বিরুদ্ধে তিন বছরের জন্য ট্যাক্স পরিশোধ এড়াতে ক্রিকেট খেলেছিল।

২) এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি:

Film review: 'MS Dhoni – The Untold Story' is like a Test with some thrills and many

২০১৬ সালে এই ছবিটি প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। এই ছবির গল্পটি মূলত ধোনির জীবনের সংগ্রাম ও ভারতীয় ক্রিকেট দলের ২০১১ বিশ্বকাপ জয়ের উপর ভিত্তি করে তৈরি হয়। ক্রিকেট বিশ্বের ধোনির ফ্যান ফলোইং এর অভাব নেই এবং মুভিটি সুপারহিট হয়। 

৩) আজাহার:

Azhar (2016) - IMDb

৯০ দশকের ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের জীবনী নিয়ে তৈরি হয় আজাহার, যেখানে অভিনয় করেন ইমরান হাশমি। এই ছবিতে ভারতীয় ক্রিকেটের অন্ধকার সময় ও ম্যাচ ফিক্সিং সম্পর্কে দেখানো হয়েছে। আজাহার তার সময়ের একজন দুর্দান্ত ব্যাটসম্যান ছিলেন কিন্তু গড়াপেটায় অভিযুক্ত হন। এছাড়া তার ব্যক্তিগত জীবন নিয়েও যে অশান্তিগুলি তৈরি হয় তা দেখানো হয়েছে।

৪) কাই পো চে:

Kai Po Che,' Directed by Abhishek Kapoor - The New York Times

২০১৩ সালে সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘কাই পো চে’ চলচ্চিত্রটি ক্রিকেট অবলম্বনে নির্মিত হয়। এই ছবিতে দেখানো হয়েছে যে ভারতের মতো একটি দেশে যেখানে ক্রিকেটকে ধর্ম হিসাবে বিবেচনা করা হয়। তিন বন্ধু মিলে একটি ক্রিকেট প্রশিক্ষণ একাডেমি খোলার পরিকল্পনা করে, কিন্তু পরিস্থিতির কারণে তা ভেস্তে যায়। ছবিটি সমালোচকদের কাছেও বেশ সাড়া ফেলেছিল।

৫) জান্নাত:

Jannat (film) - Alchetron, The Free Social Encyclopedia

২০০৮ সালের আগে পর্যন্ত ক্রিকেট সম্পর্কে ইতিবাচক দিকগুলো তুলে ধরা হত। কিন্তু ইমরান হাশমি অভিনীত জান্নাত মুভিতে ক্রিকেটের নেতিবাচক দিকগুলো দেখানো হয়। এই চলচ্চিত্রের মাধ্যমে ক্রিকেটের অন্ধকার দিকটিকে তুলে ধরা হয়। ক্রিকেটের মাঠের বাইরেও যেভাবে বাজি ধরা হয় তা পরিষ্কার বোঝা গেছে। এছাড়াও মুভির গানগুলি খুবই সুন্দর।

৬) ইকবাল:

Iqbal (2005) - IMDb

ইকবাল একটি বোবা ও বধির ছেলের গল্প যে ভারতের হয়ে ক্রিকেট খেলার স্বপ্ন দেখে। কিন্তু তার বাবা মনে করেন তার ছেলে ক্রিকেট খেলে শুধু সময় নষ্ট করছে। এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শ্রেয়াস তালপাড়ে এবং প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ, যিনি তার কোচ হয়েছিলেন। জীবনের সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্য থেকেও কিভাবে সফল হওয়া যায় তা এই ছবির মাধ্যমে দেখানো হয়েছে।

৭) পাটিয়ালা হাউস:

Akshay Kumar best comedy scenes from the movie Patiala House

এই ছবির গল্পে ৩৪ বছর বয়সী পারঘাট সিং-এর উপর ভিত্তি করে তৈরি হয়, যিনি একজন দুর্দান্ত বোলার ছিলেন। ইংল্যান্ডের হয়ে তিনি ক্রিকেট খেলতে চেয়ে ছিলেন কিন্তু পরিবারের জেদের কারণে তা হয়নি। এরপর একটি দোকানে কাজ করা শুরু করেন কিন্তু সময়ের সাথে সাথে পারঘাট সিংয়ের জীবনে আবারও ক্রিকেট ফিরে আসে। এই ছবিতে কিছু আন্তর্জাতিক খেলোয়াড়দেরও দেখা গেছিল। ২০১১ সালে মুক্তি পাওয়া এই ছবিটিতে অভিনয় করেন অক্ষয় কুমার।

৮) দিল বোলে হাড়িপ্পা:

Image

এই ছবিটি ২০০৯ সালে মুক্তি পায়, যেখানে প্রতিভাবান ব্যাটসম্যান ভিরা কৌরের গল্প দেখতে পাবেন। ভিরা চ্যাম্পিয়ন ক্রিকেটার হতে চায়। এই জন্য তিনি পুরুষদের পোশাক পরেন এবং দলে তিনি নির্বাচিতও হন। ভিরা মেয়ে হওয়া সত্ত্বেও একজন দুর্দান্ত ব্যাটসম্যান হিসাবে দেখা যায়। রানী মুখার্জি ও শাহিদ কাপুর অভিনীত এই সিনেমাটিতে ড্রামা, রোমান্স ও আবেগও দেখতে পাবেন।

৯) আওয়াল নাম্বার:

7 Bollywood Cricket Movies That Have Failed Miserably At The Box Office

স্পোর্টস অ্যাকশন থ্রিলার ফিল্ম ‘আওয়াল নাম্বার’ ১৯৯০ সালে মুক্তি পায়। ১৯৮৩ বিশ্বকাপের পর ক্রিকেট সম্পর্কিত যে মুভিগুলো তৈরি হয়েছে তার মধ্যে এটি সেরা। এই সিনেমায় অভিনয় করেছেন আমির খান এবং এরপরই তিনি তার ক্যারিয়ারের শীর্ষে চড়তে শুরু করেন। এর পাশাপাশি অভিনয় করেন দেব আনন্দ, আদিত্য পাঞ্চালি প্রমুখ।

১০) ৮৩:

Image

ভারতের প্রথম বিশ্ব জয়ের উপর ভিত্তি করে সম্প্রতি বানানো হয়েছে ‘৮৩’ ছবিটি। এই ছবিটি আপনার অদেখা ১৯৮৩ সালের বিশ্বকাপের মুহূর্তগুলির সাথে পরিচয় করিয়ে দেবে। এই ছবিটিতে দেখতে পাবেন কিভাবে ভারতীয় দল প্রত্যাশার চেয়েও ভালো পারফর্ম করেছিল এবং বিশ্বকাপ জয় করে। ১৫ জন ভারতীয় খেলোয়াড়ের ভূমিকায় অনেকেই অভিনয় করেন। যার মধ্যে কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং।