বিশ্বে ১৩ সংখ্যাটিকে সবচেয়ে অশুভ বলে মনে করা হয় কেন; রইল কয়েকটি আকর্ষণীয় তথ্য

হয়তো ছোটবেলা থেকেই আপনি শুনে আসছেন ১৩ সংখ্যাটিকে অশুভ বলে বিবেচিত হয়, কিন্তু কখনো এর কারণ জানার চেষ্টা করেছেন কি? প্রকৃতপক্ষে এই সংখ্যাটিকে বিশ্বের সবচেয়ে দুর্ভাগ্যজনক সংখ্যা হিসেবে দেখা হয়। এমনকি এই সংখ্যাটি ব্যবহার করে অনেকে সর্বস্বান্ত হয়েছেন। এই প্রতিবেদনে ১৩ সংখ্যাকে সবচেয়ে অশুভ বলা হয় কেন সেই বিষয়ে কয়েকটি তথ্য তুলে ধরা হলো।

রিপোর্ট অনুযায়ী, ১৩ তারিখে অশুভ বলে মনে করা হয়। কারণ একবার যীশুখ্রীষ্টের সাথে একজন ব্যক্তি ডিনার করছিলেন, যিনি যীশুর সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন আর সেই লোকটি ১৩ নম্বর চেয়ারে বসেছিলেন তখন থেকেই লোকেরা এই সংখ্যাটিতে দুর্ভাগ্যজনক হিসেবে গ্রহণ করে। মনোবিজ্ঞানীরা এই সংখ্যাটিকে ‘থার্টিন ডিজিট ফোবিয়া’ বলে নামকরণ করেছে।

Image

আপনি যদি বিদেশে ভ্রমণ করেন, বিশেষ করে পশ্চিমা দেশগুলিতে হোটেলে থাকার সময় কোনও বিল্ডিংয়ে ১৩ নম্বর তল বা কক্ষ দেখতে পাবেন না। এছাড়াও কোন রেস্তোরাঁ বা বারে ১৩ নম্বর ডাইনিং টেবিল দেখতে পাবেন না। বিশেষ করে ফ্রান্সের মানুষরা এই সংখ্যাকে সম্পূর্ণ এড়িয়ে চলেন।

অনেক বিদেশী আবার কোনও শুক্রবার যদি ১৩ তারিখ পরে তাহলে সেদিন আর বাড়ি থেকে বের হতেই পছন্দ করেন না। এমনকি বাড়ি ভাড়া নেওয়া সময় লোকেরা ১৩ নম্বর রুমটি বেছে নিতে দ্বিধাবোধ করেন। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটতে পারে বলে তাদের মনে আশঙ্কা থাকে। এমনকি কোনও সম্পত্তির সঙ্গে ১৩ সংখ্যা যুক্ত থাকলেও তা অনেকে ছেড়ে দিতেও প্রস্তুত হন। এবার বুঝতে পারছেন ভয়াবহতা কতটা।

সংখ্যাতত্ত্ব অনুসারে ১৩-কে শুভ বলে মনে করা হয় না। এর কারণ ১২ নম্বর। আসলে ১২ সংখ্যাটি পরিপূর্ণতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় আর এটিতে আরেকটি সংখ্যা যোগ করলে দুর্ভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়। তাই ১৩ সংখ্যাটিকে অশুভ বলা হয়েছে। 

এবার আসা যাক মূল কথায়, ধরুন আপনি একজন খেলোয়াড় এবং ১৩ নম্বর জার্সি পড়ে খেলা শুরু করেছেন। কিছু দৃঢ় সংকল্প ও লক্ষ্য নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত আপনি লড়াই করুন, আপনার জয় নিশ্চিত হবে। এই কারণে অধিকাংশ লোক বিশ্বাস করে যে এটি আদৌ সত্য নয়। ১৩ সংখ্যাটিকে অশুভ হওয়ার বিষয়ে অনেকেই কুসংস্কার হিসেবে দাবি করে, যার কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই।