সাধারণ জ্ঞান কুইজ: ভারতের কোন রাজ্যটি কখনো ব্রিটিশদের অধীনে ছিল না?

জানেন কোন রাজ্যটি ব্রিটিশদের অধীনে কখনো ছিল না?

General Knowledge Quiz: আপনি যদি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে সাধারণ জ্ঞান থাকাটা খুবই দরকার। কারণ ইন্টারভিউগুলিতে বেশিরভাগ সাধারণ জ্ঞানের ওপরেই ভিত্তি করে প্রশ্ন করা হয়। ইন্টারভিউ হল প্রার্থী বাছাই প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়। তাই এই প্রতিবেদনে বেশ কয়েকটি সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে আসা হয়েছে, যা আপনার নলেজ বাড়াতে সাহায্য করবে।

১) প্রশ্ন: কোন দেশটি সর্বোচ্চ বার ফুটবল বিশ্বকাপ জিতেছে?
ক) জার্মানি
খ) ব্রাজিল
গ) ফ্রান্স
ঘ) আর্জেন্টিনা
উত্তর: খ) ব্রাজিল
— ১৯৩০ সাল থেকে শুরু হওয়া ২০২২ সাল পর্যন্ত অনুষ্ঠিত ২২টি ফুটবল বিশ্বকাপে ব্রাজিল সর্বোচ্চ ৫ বার শিরোপা জয়লাভ করে। এছাড়াও জার্মানি ও ইতালি ৪ বার করে বিশ্বকাপ জিতেছে।

২) প্রশ্ন: ‘ভ্যালি অফ ফ্লাওয়ার্স’ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
ক) হিমাচল প্রদেশ
খ) জম্মু-কাশ্মীর
গ) উত্তরাখণ্ড
ঘ) মনিপুর
উত্তর: গ) উত্তরাখণ্ড
— ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান ভারতের উত্তরখণ্ড রাজ্যের গরওয়াল অঞ্চলে অবস্থিত। এটি নন্দাদেবী জাতীয় উদ্যানের একটি অংশ, যা ১৯৮২ সালে বিশ্ব সংস্থা ইউনেস্কো দ্বারা একটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত হয়।

৩) প্রশ্ন: এমন কোন প্রাণী যা আজ পর্যন্ত গৃহপালিত করা যায়নি?
ক) বাঘ
খ) সিংহ
গ) শিয়াল
ঘ) নেকড়ে
উত্তর: ঘ) নেকড়ে
— আসলে নেকড়ে এমন একটি প্রাণী যেটা বন্দি অবস্থায় থাকতে অভ্যস্ত নয়, এমনকি এটি বছরের পর বছর বন্দী অবস্থায় থাকার পরেও কখনোই পোষ মানে না। সুযোগ পেলেই আপনাকে হত্যা করবে। তাই আজ পর্যন্ত নেকড়েকে গৃহপালিত করা যায় নি।

৪) প্রশ্ন: এশিয়ার ‘লাস ভেগাস’ বলা হয় কোনটিকে?
ক) টোকিও, জাপান
খ) নতুন দিল্লি, ভারত
গ) ম্যাকাও, চীন
ঘ) ব্যাঙ্কক, থাইল্যান্ড
উত্তর: গ) ম্যাকাও, চীন
— আসলে ম্যাকাও এর অর্থনীতির ৯০% ভিত্তি করে জুয়া ও পর্যটনের ওপর। তাই আমেরিকার বিখ্যাত লাস ভেগাসের মতোই চিত্র ধরা পড়ে চীনের ম্যাকাওতে।

Image

৫) প্রশ্ন: ভারতের কোন রাজ্যটি কখনো ব্রিটিশদের অধীনে ছিল না?
ক) মধ্যপ্রদেশ
খ) কেরালা
গ) গোয়া
ঘ) সিকিম
উত্তর: গ) গোয়া
— গোয়া কখনোই ব্রিটিশ উপনিবেশ ছিল না, কারণ এটি পর্তুগিজদের দ্বারা শাসিত ছিল। সুতরাং ভারত ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হওয়ার পরেও গোয়া ১৯৬১ সাল পর্যন্ত পর্তুগিজ শাসনের অধীনে ছিল।