নাটু-নাটু গানটি অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে, জানেন ‘নাটু’-র কথাটির বাংলায় অর্থ কি

তেলেগু চলচ্চিত্র RRR-এর ‘নাটু-নাটু’ গানটি ইতিহাস তৈরি করেছে এবং আবারও দেশকে গর্বিত করেছে। আসলে, নাটু-নাটু গানটি ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অরিজিনাল বিভাগের অস্কার পুরস্কার জিতেছে। এর পাশাপাশি অস্কার অ্যাওয়ার্ড নাইটে ‘নাটু-নাটু’ গানের লাইভ পারফরম্যান্স দিয়েছেন গায়ক রাহুল শিপলিগঞ্জ ও কাল ভৈরবী। এ সময় স্টেডিয়ামে উপস্থিত সবাই ‘নাটু-নাটু’-র সুরে নেচে ওঠেন।

তবে ভারতের ঝুলিতে আসা এই অস্কার পুরস্কার নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ‘নাটু-নাটু’ গান নিয়ে। আপনিও নিশ্চয়ই এই গানটি অনেকবার শুনেছেন। কিন্তু আপনি কি জানেন ‘নাটু-নাটু’ গানটিতে ‘নাটু’ কথাটির অর্থ কি…!

Image

গানটি RRR ছবির, যেখানে অভিনয় করেছেন এনটি রামা রাও জুনিয়র, রাম চরণ, আলিয়া ভাট এবং অজয় দেবগন। জানিয়ে রাখি তেলেগু গান ‘নাটু-নাটু’ এর সুরকার হলেন এমএম কিরাভানি এবং এটির কণ্ঠ দিয়েছেন কাল ভৈরবী এবং রাহুল শিপলিগঞ্জ। মনে করা হচ্ছে, ছবির নামে থাকা তিনটি ‘R’ বর্ণটি রাজামৌলি, রাম চরণ ও রামা রাওয়ের নাম অনুসারে হয়েছে।

Image

বাংলায় ‘নাটু-নাটু’ এর অর্থ ‘নাচো নাচো’। আমরা যদি নাটু শব্দের কথা বলি, এর অর্থ নাচ। এই গানের বিভিন্ন মানুষের নাচের উদাহরণ দিয়ে তাদের মত নাচের কথা বলা হয়েছে। লোকদেবতার উৎসবে প্রধান নৃত্যশিল্পী হিসেবে যেমন নাচে, যেমন বট গাছের নিচে শিশু নাচে, তাদের সবাইকে উদাহরণসহ নাচের কথা বলা হয়েছে। এর আগে গানটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডও জিতেছিল।

Image

জানিয়ে রাখি, এই গানটির শুটিং হয়েছে ইউক্রেনের রাষ্ট্রপতির ভবনে। এজন্য ইউক্রেন সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নেয়া হয়েছে এবং এই গানটিতে যে লন ও ফোয়ারা দেখা যাচ্ছে তা ইউক্রেনের রাষ্ট্রপতি ভবনের। তবে গানটির শুটিং চলাকালীন ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়নি। তবে এরপর থেকেই ইউক্রেনের পরিস্থিতিটা অনেক বদলে যায়।