শাহবাজ নাদিমের বলে লুঙ্গি এনগিডি আউট হলেন অতি হাস্যজনক ভাবে

খুবই সহজে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকাকে ৩-০ তে পরাজিত করে সিরিজ জিতে নিল আর তৃতীয় টেস্ট অর্থাৎ রাঁচিতে চার দিনেই শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার অক্সিজেন। ভারতীয় দল প্রথমে ৪৯৭ রানের পাহাড় তৈরি করে তাদেরকে ব্যাট করতে পাঠায়। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ১৬২ রানে গুটিয়ে যায় এরপর তাদেরকে বিরাট কোহলি আবার ফলোয়ন করানোর জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠায়।

Image

দ্বিতীয় ইনিংসের শুরুতেই ব্যাট করতে গিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা ধাক্কা খায় সামি এবং উমেশ যাদবের বোলিং এর সামনে। মাত্র ২৬ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপর্যস্ত অবস্থায় পড়ে দক্ষিণ আফ্রিকান দল। এরপর কেউ আর টিকতে পারেনি। মোহাম্মদ সামি তিনটি উইকেট এবং উমেশ যাদব উইকেট দখল করেন। প্রথম অর্ধেক ব্যাটসম্যানদের ভারতীয় পেস বোলিং প্যাভিলিয়নে দিকে ফিরিয়ে দেয় এরপর বাকি অর্ধেক দলকে ভারতীয় স্পিন বোলাররা অলআউট করে দেয়।

Image

দক্ষিণ আফ্রিকার ১৩৩ রানে ৯ উইকেট পড়ে গেলে ক্রিজে ছিলেন লুঙ্গি এনগিডি এবং অ্যানরিচ নর্তজে। বল করছিলেন অভিষেক করা ভারতীয় ক্রিকেটার শাহবাজ নাদিম। এর মাঝেই ঘটে গেল এক হাসির কলরব। অত্যন্ত হাস্যকর ভাবে আউট হলেন লুঙ্গি এনগিডি। নাদিমের বলে স্টেট ড্রাইভ করতে গিয়ে আঘাত করেন বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা অ্যানরিচ নর্তজে এর কাঁধে। তার কাঁধে বল লেগে সেকেন্ডের মাথায় লুফে নেন শাহবাজ নাদিম। এটি ছিল দ্বিতীয় উইকেট। ১৩৩ শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। সেই সাথে ভারত ইনিংস সহ ২০২ রানে দক্ষিণ আফ্রিকারকে পরাজিত করে রাঁচিতে। সিরিজের সেরা হয়েছেন রোহিত শর্মা। আর বিশ্বচ্যাম্পিয়নশিপের টেস্টের তালিকায় এক নম্বরে থাকল ভারতীয় দল ২৪০ পয়েন্ট নিয়ে।

আরও পড়ুনঃ ভারত ৩-০তে টেস্ট সিরিজ জয় পেল ১০টি রেকর্ড করে

দেখে নিন সেই হাস্যকর আউটটি:

https://vimeo.com/367952755

লুঙ্গি এনগিডি মারা শটে কাঁধে প্রবলভাবে চোট পেয়ে প্যাভিলিওয়নের দিকে ছুটতে থাকেন নর্তজি! একদিকে জয়ের খুশি সেই সাথে এমন হাস্যকর আউট এর সাথে গোটা রাঁচি স্টেডিয়াম আনন্দে মেতে উঠলো।