ভারতের জাতীয় ফুল পদ্ম, পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম কী জানেন? ৯৫% মানুষের অজানা

জানেন পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম কী?

Interview Questions: যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সাধারণ জ্ঞানের পাশাপাশি সম্প্রতি ঘটনা ও কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালোভাবে মনে রাখা উচিত। তবে অনেক সময় যারা ইন্টারভিউ নেন, তারা পাঠ্য বিষয়ের পাশাপাশিও এমন কিছু প্রশ্ন করেন যা শুনে অনেকেই ঘাবড়ে যান, কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনিও সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন। এবার দেখে নেওয়া যাক তেমনি কিছু প্রশ্নের উত্তর…

১) প্রশ্নঃ ভারতবর্ষের কোন রাজ্যটিতে জনঘনত্ব সবচাইতে বেশি? 
উত্তরঃ বিহার (Bihar)।

২) প্রশ্নঃ সিঙ্গলীলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ পশ্চিমবঙ্গের দার্জিলিঙে।

৩) প্রশ্নঃ কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন?
উত্তরঃ চৌরী-চৌরা ঘটনা (chouri-choura)। 

৪) প্রশ্নঃ গরুমারা জাতীয় উদ্যান (Garumara National Park) কীসের জন্য বিখ্যাত?
উত্তরঃ গন্ডার সংরক্ষণের জন্য।

৫) প্রশ্নঃ সমাজ সেবামূলক ক্রিয়াকলাপের জন্য অস্ট্রেলিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন কে?
উত্তরঃ রতন টাটা (Ratan Tata)।

৬) প্রশ্নঃ বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ বা রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়?
উত্তরঃ আয়োনোস্ফিয়ার (ionosphere)।

৭) প্রশ্নঃ কে ভারতের প্রথম মডেল যিনি বিশ্ব সুন্দরী হয়েছিলেন?
উত্তরঃ রীতা ফারিয়া (Reita Faria) ১৯৬৬ সালে মিস ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছিলেন।

৮) প্রশ্নঃ ভারতবর্ষের কোন রাজ্যে জনসংখ্যা সবচাইতে বেশি?
উত্তরঃ উত্তর প্রদেশ।

৯) প্রশ্নঃ ভারতের প্রাচীনতম চিড়িয়াখানার নাম কী?
উত্তরঃ আলিপুর চিড়িয়াখানা (Alipore)।

১০) প্রশ্নঃ মানুষের বিজ্ঞানসম্মত নাম কী?
উত্তরঃ হোমো স্যাপিয়েন্স (homo sapiens)।

১১) প্রশ্নঃ কোন পদার্থ অধাতু হলেও তাপ ও তড়িৎ পরিবহনে সক্ষম?
উত্তরঃ গ্রাফাইট (graphite)।

১২) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তরঃ সান্দাকফু (Sandakphu)।

১৩) প্রশ্নঃ কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন শহরের উপর দিয়ে বিস্তৃত হয়েছে?
উত্তরঃ নদীয়া জেলার কৃষ্ণনগর (Krishnagar) শহরের উপর দিয়ে।

১৪) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির পরিমাণ সবচাইতে বেশি?
উত্তরঃ জলপাইগুড়ি।

১৫) প্রশ্নঃ ভারতের জাতীয় ফুল পদ্ম, পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম কী জানেন?
উত্তরঃ শিউলি ফুল (Night-flowering jasmine)।