৩ বার বিয়ে করা ক্রিকেটারদের তালিকায় রয়েছেন একজন ভারতীয়, জানেন তিনি কে

বিয়ে পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ক। প্রতিটি মানুষই এই সুন্দর সম্পর্কের বন্ধনে আবদ্ধ হতে চায়। তবে দুর্ভাগ্যবশত বেশ কিছু মানুষের এই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয় না। আবারও তারা দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তবে এই প্রতিবেদনে এমন কয়েকজন ক্রিকেটারের কথা বলা হয়েছে যারা তিন-তিনবার বিয়ে করেছেন। এবার জেনে নেওয়া যাক:

১) সনথ জয়সুরিয়া:

শ্রীলঙ্কার কিংবদন্তি খেলোয়াড় সনথ জয়সুরিয়া ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড়। ক্রিকেট কান্ট্রিতে প্রকাশিত প্রতিবেদন অনুসারে জানা গেছে, জয়সুরিয়া তিনটি বিয়ে করেছিলেন এবং তিনজন স্ত্রীই ছিলেন এয়ার হোস্টেস। তার প্রথম স্ত্রীর নাম সুমধু করুনানায়েক, যাকে ১৯৯৮ সালে বিয়ে করেন কিন্তু এক বছরের মধ্যেই বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর দ্বিতীয় স্ত্রীর নাম সান্দ্রা ডি সিলভা, যার তিনটি সন্তান রয়েছে। এরপর ২০১২ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হলে জয়সুরিয়া তৃতীয়বার বিয়ে করেন।

২) ইমরান খান:

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খানও তিনটি বিয়ে করেছেন। ১৯৯২ সালে তার নেতৃত্বে পাকিস্তান ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর ১৯৯৫ সালে ইমরান প্রথম বিয়ে করেন চলচ্চিত্র প্রযোজক জেমিমা গোল্ডস্মিথকে। সে সময় ইমরানের বয়স ছিল ৪৩ আর জেমিমার মাত্র ২১! প্রায় ১০ বছর সম্পর্কে থাকার পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর ইমরান সাংবাদিক রেহাম খানকে বিয়ে করেন তবে ওই বছরই তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর ২০১৮ সালে বুশরা মানকের সাথে বিয়ের গুজব ছড়ালে, প্রথমে তিনি অস্বীকার করলেও কিছুদিন পর বিষয়টি মেনে নেন।

৩) মোহাম্মদ আজহারউদ্দিন:

প্রাক্তন ভারতীয় অধিনায়ক মোঃ আজহারউদ্দিনের ক্রিকেট ক্যারিয়ারের সাথে সাথে তার ব্যক্তিগত জীবনে ছিল বিতর্কে ভরা। আজাহারের প্রথম স্ত্রীর নাম ছিল নওরিন। এরপর তিনি বিবাহবহিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে। প্রথম স্ত্রী নওরিনকে ডিভোর্স দিয়ে বিজলানিকে বিয়ে করেন। যদিও এই সম্পর্কটিও দীর্ঘস্থায়ী হয়নি। অবশেষে ২০১৩ সালে আমেরিকার নাগরিক শ্যানন মেরির সাথে জড়িয়ে পড়েছিলেন। জানাযায়ী তারা গোপনে বিয়ে করলেও কখনই এই বিষয়ে মুখ খোলেননি।