অন্য খেলা ছেড়ে দিয়ে ক্রিকেটকে আপন করে নিয়েছিলেন যে ৫ বিখ্যাত তারকা

মহেন্দ্র সিং ধোনির বায়োপিক আমরা দেখেছি তিনি স্কুল জীবনে প্রথমে একজন ফুটবলার ছিলেন। এরপর তিনি গোলকিপারের পাশাপাশি ক্রিকেটেও উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করেন। তার অসাধারণ ব্যাটিং দক্ষতা তাকে প্রভাবশালী ক্রিকেটারে পরিণত করে। তবে আন্তর্জাতিক ক্রিকেটেও এমন কিছু খেলোয়াড় রয়েছেন যারা ক্রিকেটের আসার আগে পেশাগতভাবে বিভিন্ন খেলায় যুক্ত ছিলেন। 

আজকের প্রতিবেদনে, সেই ৫ খেলোয়াড়ের সম্পর্কে জেনে নেওয়া যাক; যারা অন্য খেলা ছেড়ে ক্রিকেট ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন:-

১) এবি ডি ভিলিয়ার্স:

krishal karna (@krishal7) | Twitter

দক্ষিণ আফ্রিকার দুর্ধর্ষ ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স মাঠের যেকোনো প্রান্তে বল পাঠাতে সক্ষম তাই তিনি ৩৬০° ক্রিকেটার হিসেবে পরিচিত হন। তবে জানা যায় এবি ডি ভিলিয়ার্স বিভিন্ন অ্যাথলেটিক্সের সাথে যুক্ত ছিলেন — রাগবি, টেনিস, সাঁতার, ব্যাডমিন্টন, গলফ ইত্যাদি। তবে পরবর্তীকালে ক্রিকেটকেই ক্যারিয়ার হিসেবে বেছে নেন তিনি।

২) সুজি বেটস:

Suzie Bates | New Zealand women's cricket player profile | The Cricketer

নিউজিল্যান্ডের মহিলা দলের অলরাউন্ডার সুজি বেটস ২০১৩ সালে জাতীয় দলের হয়ে ক্রিকেটে অভিষেক করেন। তবে এর আগে তিনি ২০০৮ বেজিং অলিম্পিকে নিউজিল্যান্ডের হয়ে বাস্কেটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। পরবর্তীকালে ক্রিকেটের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর বাস্কেটবলকে বিদায় জানিয়ে দেন।

৩) জন্টি রোডস:

Jonty Rhodes on white privilege: My statistics were average when I was  picked for South Africa - Sports News

বিশ্বের সেরা ফিল্ডার জন্টি রোডস ১৯৯২ সালের অলিম্পিকে দক্ষিণ আফ্রিকার হয়ে হকি দলে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু অলিম্পিকের মঞ্চে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় তার দল। এরপর তিনি ক্রিকেটে মনোনিবেশ করেন ও তার ফিল্ডিং দিয়ে বহুবার দলকে জিতিয়েছিলেন।

৪) এলিস পেরি:

Former Matildas star Ellyse Perry has 'utmost respect' for sacked coach  Alen Stajcic - ABC News

বিশ্বের সবচেয়ে সুন্দরী ক্রিকেটার তথা অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এলিস পেরি মাত্র ১৬ বছর বয়সে তাঁর দেশের জাতীয় দলের হয়ে ফুটবল ও ক্রিকেট উভয় খেলায় অভিষেক করেছিলেন। ২০০৭ সালে ক্রিকেটের যোগদান করার ঠিক এক মাস আগে দেশের হয়ে ফুটবল খেলেন। তবে পরবর্তীকালে ক্রিকেটকে তিনি তাঁর ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন।

৫) ব্রেন্ডন ম্যাককালাম:

Roll on next week': Former Black Caps skipper Brendon McCullum makes  winning rugby return | Stuff.co.nz

নিউজিল্যান্ড দলের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান কলকাতা নাইট রাইডার্স এর কোচ ব্রেন্ডন ম্যাককালাম ক্রিকেটে যুক্ত হওয়ার আগে একজন প্রশিক্ষিত রাগবি খেলোয়াড় ছিলেন। তবে এই ৩৮ বছর বয়সী খেলোয়াড় ক্রিকেট থেকে সন্ন্যাস নেওয়ার পর পুনরায় রাগবিতে ফিরে গেছেন। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় রাগবি খেলা নিয়ে তাকে পোস্ট করতে দেখা যায়।