Shreya Ghoshal: জানেন আমেরিকায় ‘শ্রেয়া ঘোষাল দিবস’ পালিত হয় কেন

Shreya Ghoshal: জনপ্রিয় বলিউড গায়িকা শ্রেয়া ঘোষাল তার জাদুকরী কণ্ঠ দিয়ে সবাইকে মাতিয়ে রাখেন। এখন তার আর বিশেষ কোনো পরিচয়ের প্রয়োজন নেই। তার ফ্যান ফলোয়িংও কম নয়। ১৯৮৪ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণকারী শ্রেয়া ঘোষাল তাঁর সুরেলা কন্ঠের ভিত্তিতে অনেক পুরস্কার জিতেছেন। ইতিমধ্যেই তিনি গায়িকা হিসেবে যা অর্জন করেছেন, যা কল্পনাও করা যায় না।

শ্রেয়া নামে এমন অনেক কৃতিত্ব রয়েছে যা, তিনি শুধু দেশেই নয় বিদেশেও অর্জন করেছেন। এরমধ্যে একজন আমেরিকান গভর্নরও তার অনেক বড় অনুরাগী। কিন্তু আপনি জেনে অবাক হবেন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে শ্রেয়া ঘোষাল দিবস পালিত হয়। এই দিনটি হল ২৬শে জুন। এই দিনটিকে শ্রেয়া ঘোষালকে উৎসর্গ করা হয়েছে।

আসলে ২০১০ সালে শ্রেয়া ঘোষাল যুক্তরাষ্ট্রের ওহাইওতে গিয়েছিলেন। তার আগমনের দিনটি স্মরণীয় রাখতে সেখানকার গভর্নর টেড স্ট্রিকল্যান্ড ২৬ জুন শ্রেয়া ঘোষাল দিবস পালনের ঘোষণা করেন এবং সেই থেকে এই দিনটি শ্রেয়া ঘোষাল দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

Image

শ্রেয়া ঘোষাল মাত্র ৬ বছর বয়স থেকে সঙ্গীত চর্চা শুরু করেন এবং ১৬ বছর বয়সে সংগীত রিয়েলিটি শো সারেগামার-র বিজয়ী হয়েছিলেন। ২০০০ সালে শ্রেয়া সঞ্জয় লীলা বনসালির ‘দেবদাস’ ছবিতে পাঁচটি গান গেয়ে মানুষের মন জয় করেছিলেন। বলিউডের অজস্র গায়ক গায়িকা থাকলেও তার একটি আলাদা জায়গা রয়েছে। শ্রেয়া প্রতি গানের জন্য ২৫ থেকে ২৭ লক্ষ টাকা নেন।  

Image

শ্রেয়ার ব্যক্তিগত জীবনের কথা বললে, তিনি তার ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়কে ২০১৫ সালে বিয়ে করেন। বিয়ের আগে প্রায় ১০ বছর ধরে একে অপরকে ডেট করতেন এবং তারপর বিয়ে করার সিদ্ধান্ত নেন। তাদের বিয়ের কয়েক বছর পর একটি ছেলের জন্ম হয়। মাঝেমধ্যেই শ্রেয়া এবং তার পরিবারের সুন্দর সুন্দর ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।