জানেন ভারতের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা কোনটি? শুনলে আঁতকে উঠবেন!

স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতের কয়েকটি বড় রেল দুর্ঘটনা

Terrible Train Accident: বালেশ্বরে তিনটি ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২৮০ জনের। ৯০০ জনের বেশি যাত্রী জখম। শুক্রবার সন্ধেয় ওড়িশার বালেশ্বরে মুখোমুখি সংঘর্ষ হয় বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস এবং মালগাড়ির। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সাম্প্রতিককালে এটিই সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।

স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতের কয়েকটি বড় রেল দুর্ঘটনা: 
২৩ ডিসেম্বর ১৯৬৪ সাল: তামিলনাড়ুতে রামেশ্বরম ঘূর্ণিঝড়ের কবলে পড়ে পাম্বান-ধানুস্কোদি যাত্রবাহী ট্রেন। এতে ১২৬ জনেরও বেশি যাত্রী নিহত হয়।

৬ জুন ১৯৮১ সাল: ভারতে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে বিহার রাজ্যে। বাগমতি সেতু পার হওয়ার সময় একটি প্যাসেঞ্জার ট্রেন প্রবল ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নদীতে পড়ে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় ৮০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল।

Image

২০ আগস্ট ১৯৯৫ সাল: উত্তর প্রদেশের ফিরোজাবাদের কাছে দাঁড়িয়ে থাকা কালিন্দি এক্সপ্রেস ট্রেনকে ধাক্কা দেয় পুরুষোত্তম এক্সপ্রেস ট্রেন। সরকারি হিসেবে ওই ঘটনায় নিহতের সংখ্যা ছিল প্রায় ৩০৫ জন।

২৬ নভেম্বর ১৯৯৮ সাল: পাঞ্জাবের খান্না এলাকায় গোল্ডেন টেম্পল মেইল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ অবস্থায় পেছন থেকে এসে ট্রেনটিকে ধাক্কা দেয় জম্মু তাওয়াই-শিয়ালদহ এক্সপ্রেস ট্রেন। এতে নিহত হন ২১২ জন। 

২ আগস্ট ১৯৯৯ সাল: পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের গাইসালের ট্রেন বিপর্যয়ের স্মৃতি এখনও টাটকা। অবোধ-অসম এক্সপ্রেস এবং ব্রহ্মপুত্র মেলের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছিল ২৬৮ জনের। আহত হয়েছিলেন ৩৫৯ জন।

Image
৯ সেপ্টেম্বর ২০০২ সাল: বিহার রাজ্যের রফিগঞ্জে ধাবে নদীর সেতুর ওপর রাজধানী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। এতে ১৪০ জনের বেশি মানুষ নিহত হন।

২৮ মে ২০১০ সাল: পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে মুম্বাইগামী জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পণব্যাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিহত হন ১৪৮ যাত্রী।

২০ নভেম্বর ২০১৬ সাল: উত্তর প্রদেশের পুখরায়ানে ইন্দোর–রাজেন্দ্রনগর এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়। এতে প্রাণ হারায় ১৫২ জন। আহত হন ২৬০ জন।

Image