জানেন কোন দেশের মুদ্রা সবচেয়ে শক্তিশালী, যেখানে ভারতীয় টাকার দাম নামমাত্র!

বর্তমান সময়ে ডলারের তুলনায় ভারতীয় মুদ্রা ক্রমশই দুর্বল হচ্ছে। এই সময়ে এক ডলারের দাম ভারতীয় মুদ্রার ৮০ টাকার চাইতেও বেশি। অর্থনীতিবিদের মতে, ভারতীয় মুদ্রার দাম আরো নিচে নামতে পারে। বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা হলো ডলারই, এর কারণটি হল আমেরিকা অর্থনৈতিক দিক দিয়ে যথেষ্ট শক্তিশালী জায়গায় রয়েছে। তবে অনেকেই ডলারকেই সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসেবে ধরে নেয়। এবার দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে পাঁচটি ধনী মুদ্রা তালিকা।

১) কুয়েতি দিনার (KWD):

Image

বিশ্বজুড়ে তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কুয়েতের মুদ্রার দাম সবচেয়ে বেশি। কুয়েতি দিনার হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা। ভারতীয় টাকা নিরিখে এক কুয়েতি দিনারের মূল্য প্রায় ২৬৫ টাকা। অন্যদিকে ডলারের দাম রয়েছে ৮৩ টাকা। এর থেকে সহজেই অনুমান করা যেতে পারে ভারতীয় মুদ্রার তুলনায় কুয়েতি দিনার কতটা শক্তিশালী।

২) বাহারিনি দিনার (BHD):

Image

বাহারিন দেশটি ক্ষুদ্র হলেও এটি বিশ্বের দ্বিতীয় শক্তিশালী মুদ্রার দেশ। এই দেশটিও মূলত তেল রপ্তানি করেই মুদ্রার দিক দিয়ে এত শক্তিশালী হয়েছে। এখানকার মুদ্রার কোড হল BHD। ভারতীয় টাকা নিরিখে এক বাহারিনি দিনারের মূল্যপ্রায় ২১৭ টাকা।

৩) ওমানি রিয়াল (OMR):

Image

১৯৪০ সাল থেকে ওমান দেশটি মুদ্রার ব্যবহার প্রচলন শুরু করে। এর আগে দেশটিতে বিনিময় প্রথা চালু ছিল। আর সেই কারণেই দেশের এক্সচেঞ্জ এটি অত্যন্ত জনপ্রিয়। ভারতীয় টাকার নিরিখে এক ওমানি রিয়ালের দাম প্রায় ২০৮ টাকা।

৪) জর্দানিয়ান দিনার (JOD):

Image

জর্দানের মুদ্রার নাম হল জর্দানিয়ান দিনার। এদেশের সরকার স্থির বিনিময় হার রাখে যা মুদ্রার মূল্য এত বেশি হওয়ার পিছনে একটি অন্যতম কারণ। এই দেশ কিন্তু তেল রপ্তানিতে খুব একটা রপ্তানি নির্ভরশীল নয়। ভারতীয় টাকার নিরিখে এক জর্দানিয়ান দিনারের দাম প্রায় ২০৮ টাকা।

৫) কেম্যানিয়ান ডলার (KYD):

Image

কেম্যানিয়ান ডলার বিশ্বের পঞ্চম ধনী মুদ্রা। এদেশের এক্সচেঞ্জ রিপোর্ট অনুসারে ডলারের সঙ্গে সঙ্গে এই মুদ্রা সবচেয়ে বেশি আদান-প্রদান হয়। এই দেশের মুদ্রার সংক্ষিপ্ত নাম হলো CI$। বর্তমানে KYD বিশ্বের পঞ্চমতম সর্বোচ্চ মুদ্রা। ভারতীয় টাকার নিরিখে এক কেম্যানিয়ান ডলারের মূল্য ৯৬ টাকা। এরপরেই রয়েছে ব্রিটিশ পাউন্ড, যার এক ডলার ৯৪ টাকা ভারতীয় মুদ্রার সমান।