ভারতের অ্যাপেল স্টোরের কর্মীদের যোগ্যতা কী ও তাদের বেতন জানলে অবাক হবেন!

Apple Stores in India: দিন যত এগোচ্ছে ততই বিশ্বজুড়ে আরও জনপ্রিয় হচ্ছে অ্যাপেল প্রোডাক্টগুলি। ভারতও তার ব্যতিক্রম নয়। বিগত ১৭ই এপ্রিল ভারতের প্রথম অ্যাপেল স্টোর খোলা হয়েছ মায়ানগরী মুম্বাইতে। এরপর ২০ এপ্রিল দ্বিতীয়টি খোলা হয়েছে দিল্লিতে। মুম্বাইয়ের অ্যাপেল স্টোর উদ্বোধনের সময়ে উপস্থিত ছিলেন স্বয়ং কোম্পানির সিইও টিম কুক (Tim Cook)।

প্রসঙ্গত বলে রাখা ভাল এতদিন দেশে অ্যাপেলের অথরাইজড স্টোর থাকলেও এবার গ্রাহকদের কথা মাথায় রেখে সম্পূর্ণ নিজস্ব স্টোর খুলল অ্যাপেল। আপনি কি জানেন, ওই অ্যাপেল স্টোরগুলিতে কারা কর্মী হিসেবে কাজ করছেন? পাশাপাশি তাঁদের শিক্ষাগত যোগ্যতা বা বেতনই বা কত? এই প্রশ্নগুলির উত্তর জানলে রীতিমতো চমকে উঠবেন।

অ্যাপেলের মুম্বাই তথা দিল্লির স্টোরে বর্তমানে সর্বমোট ১৭০ জন কর্মী আছেন। তারা সকলেই বিশ্বব্যাপী গ্রাহক পরিষেবার প্রশিক্ষণ নিয়েছেন। দিল্লির ব্রাঞ্চের কর্মচারীরা ১৫টি ভাষায় কথা বলতে পারেন। পাশাপাশি মুম্বাইয়ের স্টোরের কর্মীদের ২৫টি ভাষায় কথা বলার দক্ষতা আছে। অ্যাপেল কোম্পানির তরফ থেকে স্টোরগুলিতে সুশিক্ষিত কর্মচারী নিয়োগ করা হয়েছে। 

প্রায় প্রত্যেকটি কর্মচারীর B Tech, MTech এবং MBA-র মত উচ্চ ডিগ্রি রয়েছে। উল্লেখ্য এদের মধ্যে প্রায় সকলেরই ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এবং রোবোটিক্সের বিষয়ের ওপর ডিগ্রিও জ্ঞান রয়েছে। শুধু তাই নয়, এর মধ্যে অনেকে বিদেশের সব বড় বড় ইউনিভার্সিটি স্টুডেন্টও রয়েছে। 

Image

এই স্টোরে কিছু কর্মচারীকে ইউরোপের বা অন্যান্য দেশ থেকে ট্রান্সফার করে এইসব স্টোরগুলিতে আনা হয়েছে। স্বাভাবিকভাবেই এবার একটা প্রশ্ন মনে জাগতেই পারে যে তাদের বেতন বা কত? একটি বিশেষ সূত্র মারফত জানা গেছে, তাদের বেতন ১ লক্ষ টাকার ও বেশি। এছাড়াও এখানে কর্মরত কর্মীরা একগুচ্ছ সুবিধাও পাবেন। যেমন তাঁরা অ্যাপেলের যে কোন পণ্য কেনার ক্ষেত্রেও বিশেষ ছাড় পাবেন।