জানেন শিশুরা জন্মের আগেই এইসব তথ্যগুলি জেনে যায়

পৌরাণিক কাহিনী মতে, অভিমন্যু গর্ব অবস্থায় থাকাকালীন জেনে গিয়েছিলেন চক্রব্যূহে ঢোকার পথ। কিন্তু বের হবার রাস্তাটি শিখতে পারেননি। আসলে ওই সময় নাকি তার মা ঘুমিয়ে পড়েছিলেন, যখন তার বাবা চক্রব্যূহ সম্পর্কে বলছিলেন। যাইহোক বিজ্ঞান বলছে, জন্মের আগে থেকেই শিশু মাতৃগর্ভে থাকাকালীন বেশ কিছু তথ্য জেনে যায়।

১) মাতৃগর্ভে থাকাকালীন শিশু শব্দ চেনার মত গুরুত্বপূর্ণ বিষয়টি শিখে যায়। গবেষণায় বলা হয়েছে, গর্ভাবস্থায় মা যত কথা বলেন সেই শব্দটির টেপ রেকর্ডারের মত তার কানে পৌঁছায়। এইজন্য জন্মের পর মায়ের গলা চিনতে খুব একটা শিশুর অসুবিধা হয় না।

২) মাতৃগর্ভে থাকাকালীন শিশুটির কান তৈরি হওয়ার পরই মাতৃভাষায় পরিচিত হতে শুরু করে। সেই ভাষায় যা কিছু বলা হোক না কেন সেই দিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হয় তখন থেকেই। যদি কখনো কল্পনা করেন মাতৃগর্ভ থেকে চোখ বুঝে কান খাড়া করে শব্দ শুনছে শিশু, তাহলে খুব ভুল ভাবেননি। শব্দ শোনার হাফ ভাবটাই তাদের এমনই।

৩) মাতৃগর্ভে থাকাকালীন শিশু ১০ থেকে ১৫ সপ্তাহের মধ্যেই স্বাদ বোঝার ক্ষমতা তৈরি হয়ে যায়। তখন থেকেই সে আলাদাভাবে কোনটা তেতো, মিষ্টি বা টক বুঝতে পারে। তাই জন্মের পর মা যদি নিজের খাদ্যাভাসে পরিবর্তন করে তা প্রভাবিত করে মাতৃদুধের স্বাদকে। এর ফলে শিশুটিও স্বাদের তারতম্য বুঝতে পারে।

৪) মাতৃগর্ভে থাকা অবস্থায় সাত সপ্তাহের আগে ভালো করে চোখ ফোটে না। কিন্তু গবেষণায় দেখা গেছে এই অবস্থায় মাতৃগর্ভের নিকষ কালো অন্ধকারে কোনভাবে আলো পৌঁছে দিলে তার চোখ সরিয়ে নিচ্ছে আলোর বিপরীতে। এমনকি আল্ট্রাসাউন্ড এ ধরা পড়ছে জন্মের কাছাকাছি সময়ে বারবার চোখ পিটপিট করা শিশুর অভ্যাস।