ব্রায়ান লারার ২০ বছরের রেকর্ড ভেঙে দিয়ে ইতিহাস গড়লেন জাসপ্রিত বুমরাহ

এজবাস্টনে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্ট ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন জাসপ্রিত বুমরাহ। তবে প্রথম দিনের খেলার শেষে দ্বিতীয় দিনের শুরুতেই তিনি ব্যাট হাতে একটি অসাধারণ ইনিংস খেলে বিশ্বরেকর্ড করেছেন। নেতৃত্বভার গ্রহণ করতেই তিনি ভেঙে ফেলেছেন প্রায় ২০ বছরের অধরা রেকর্ড। সেইসাথে ইংল্যান্ডের ফাস্ট বোলার তারকা স্টুয়ার্ট ব্রডের নাম জুড়ল আরও এক কলঙ্কিত অধ্যায়ে।

পঞ্চম টেস্টের শুরুতেই ভারতীয় দলের টপ অর্ডারেরা দ্রুত ফিরে যায়। ৯৮ রানের মাথায় ৫টি উইকেটের পতন ঘটে। এরপর ঋষভ পান্থ (১৪৬) ও রবীন্দ্র জাদেজার (১০৪) অসাধারণ জুটিতে ভারতীয় দলের স্কোর কার্ড গিয়ে পৌঁছায় ৪১৬ রানে। তবে জাদেজা আউট হতেই ভাবা হয়েছিল ভারতীয় দলের স্কোর ৪০০ গণ্ডি পার হবে না। এই সময় ক্যাপ্টেন্সি ইনিংস খেলেন জাসপ্রিত বুমরাহ এবং সেটা আসে ঝড়ের বেগে।

ইংল্যান্ডের ফাস্ট বোলার তারকা স্টুয়ার্ড ব্রডের ওভারে বুমরাহ ৪টি বাউন্ডারি ও দুটি ছক্কা হাঁকিয়ে মোট ৩৫ রান নেন। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনও একটি ওভারে সর্বোচ্চ রান। এতদিন এই রেকর্ড ব্রায়ান লারার দখলেই ছিল। এমনকি অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক জর্জ বেইলিও যৌথভাবে কোনও একটি ওভারে ২৮ রান করেছিলেন। এদিন সেই রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়লেন ভারতীয় ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ।

জানিয়ে রাখি, স্টুয়ার্ট ব্রড এর আগেও ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে নাকানি চোবানি খেয়েছিলেন যুবরাজ সিংহের কাছে। এক ওভারে ৬টি ছক্কা খেয়ে ৩৬ রান দিয়েছিলেন। সম্ভবত সেই লজ্জার কারণে তিনি বেশিদিন সীমিত ওভারের খেলা চালিয়ে যেতে পারেননি। কিন্তু এই ফরম্যাটেও সেই দুঃখের স্মৃতি পুনরায় তাকে মনে করালো। টেস্ট ক্রিকেটেও এক ওভারে সর্বোচ্চ রান দাতা হিসেবে লজ্জার রেকর্ড করলেন তিনি। এদিকে বুমরাহর ঝড়ো ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সবাই।

□ টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান সংগ্রহকারী:
১) জাসপ্রিত বুমরাহ (৩৫ রান), ২০২২ সাল
২) ব্রায়ান লারা (২৮ রান), ২০০৩ সাল
৩) জর্জ বেইলি (২৮ রান), ২০১৩ সাল
৪) কেশব মহারাজ (২৮ রান), ২০২০ সাল
৫) শাহিদ আফ্রিদি (২৭ রান), ২০০৬ সাল