Cricket
ODI-তে প্রথম সেঞ্চুরি হাঁকাতে সবচেয়ে বেশি সময় লেগেছিল এই ৫ ভারতীয় ব্যাটসম্যানের
জাতীয় দলের হয়ে সুযোগ পেয়ে সেঞ্চুরি করা অতি গর্বের ব্যাপার। ব্যাটসম্যানেরা সেঞ্চুরি করে তার দলকে জেতান আবার কখনো কখনো ব্যর্থ হন। তবে ভারতীয় দলে এমন কয়েকজন ব্যাটসম্যান রয়েছেন যাদের প্রথম সেঞ্চুরি জন্য অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘদিন ধরে।
আজকের প্রতিবেদনে রয়েছে, ওডিআইতে প্রথম সেঞ্চুরি করতে সবচেয়ে বেশি অপেক্ষা করতে হয়েছিল যে ৫ ব্যাটসম্যানকে। চলুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক –
৫) মহিন্দর অমরনাথ: ৫৩টি ইনিংস
মহিন্দর অমরনাথ ভারতীয় দলের ট্রাম কার্ড ছিলেন। বিশ্বমানের বোলিংয়ের সাথে সাথে ব্যাট হাতেও দুর্দান্ত পারফরম্যান্স করতেন। তিনি প্রথম সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবং তার প্রথম ওডিআই সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে হয়েছিল ৫৩টি ইনিংস।
৪) কৃষ্ণমাচারি শ্রীকান্ত: ৫৮টি ইনিংস
ভারতীয় ক্রিকেটের প্রথম মারকুটে ব্যাটসম্যান হিসেবে কৃষ্ণমাচারি শ্রীকান্ত পরিচিত ছিলেন। তিনি প্রথম সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং তার প্রথম ওডিআই সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে হয়েছিল ৫৮টি ইনিংস।
৩) যুবরাজ সিং: ৬০টি ইনিংস
ভারতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার হলেন যুবরাজ সিং। যদিও তিনি মিডল অর্ডারে ব্যাট করতেন তাই তার প্রথম ওডিআই সেঞ্চুরি এসেছিল অনেক দেরিতে। ৬০টি ইনিংস খেলার পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি করেন যুবরাজ।
২) শচীন টেন্ডুলকার: ৭৫টি ইনিংস
ওডিআইতে প্রথম সেঞ্চুরি হতে যার ৭৫টি ইনিংস লেগেছিল – কে ভেবেছিল তিনি একদিন ১০০ টি সেঞ্চুরির মালিক হবেন! হ্যাঁ, শচীন টেন্ডুলকারের প্রথম সেঞ্চুরি ৭৫টি ইনিংস খেলার পরে আসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (১১০ রান ১৩০ বলে)।
১) সুনীল গাভাস্কার: ১০০টি ইনিংস
ভারতীয় দলের অন্যতম কিংবদন্তি ব্যাটসম্যান হলেন সুনীল গাভাস্কার, যাকে প্রথম ওডিআই সেঞ্চুরির জন্য সবথেকে বেশি সময় অপেক্ষা করতে হয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮৮ বলে ১০৩ রানের ইনিংস খেলে তিনি তার প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন।
