বিশ্বের যে দেশের ক্যালেন্ডারে ১৩ মাস রয়েছে, সেখানে এখন ২০১৪ সাল চলছে!

গোটা বিশ্ব যেখানে পহেলা জানুয়ারি ধুমধাম করে নববর্ষ উদযাপন করে, এখানে একটি দেশকে ব্যতিক্রম দেখায়। এই দেশটিও নববর্ষ (New Year) উদযাপন করে কিন্তু তা ৯ বছর আগে। অর্থাৎ দেশটি এখন ২০১৪ সাল উদযাপন করছে। এই দেশটি হলো আফ্রিকা মহাদেশের ইথিওপিয়া, যা আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ। 

ইথিওপিয়ার জনসংখ্যা প্রায় ১০ কোটি। এই দেশটির ক্যালেন্ডারে এখন ২০১৪ সাল চলছে। কিন্তু এখানে ১লা জানুয়ারি নয়, বরং তারা ১১ই সেপ্টেম্বর নববর্ষ উদযাপন করে। শুধু তাই নয় এদেশের ক্যালেন্ডারে ১৩টি মাস থাকে, যার মধ্যে ১২টি মাসে ৩০ দিন এবং Pagume নামক শেষ মাসটিতে ৫ দিন এবং লিপইয়ার হলে ৬ দিন থাকে। 

Image

ইথিওপিয়াতে ১১ই সেপ্টেম্বরে কেবল নববর্ষই পালিত হয় না, বিভিন্ন তারিখে অনেক উৎসবও উদযাপিত হয়। যেমন গোটা বিশ্বে ২৫ই ডিসেম্বর বড়দিন পালিত হয় আর ইথিওপিয়ায় ৭ই জানুয়ারি পালিত হয়। এদেশে দিন, মাস এবং বছরগুলি জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে গণনা হয়। যেখানে গোটা বিশ্ব গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে।

গ্রেগরিয়ান ক্যালেন্ডারের আগে গোটা বিশ্বে জুলিয়ান ক্যালেন্ডার চলত। গ্রেগরিয়ান ক্যালেন্ডারটি পোপ গ্রেগরি ১৫৮২ খ্রিস্টাব্দে তৈরি করেন, যা জুলিয়ান ক্যালেন্ডারের পরিবর্তে ব্যবহার করা হয়। এরপর জুলিয়ান ক্যালেন্ডারের পরিবর্তে যখন গ্রেগরিয়ান ক্যালেন্ডার আসে, তখন অনেক দেশ এই নতুন দিনপঞ্জির বিরোধিতা করেছিল। ইথিওপিয়াও ছিল সেরকমই একটি দেশ।

Image

সুতরাং এভাবেই ইথিওপিয়ান আমাদের থেকে প্রায় এক দশক পিছিয়ে পড়েছে। মজার বিষয় হল, ক্যালেন্ডারের পার্থক্য হওয়ার কারণে ইথিওপিয়ায় ভ্রমনে যাওয়া পর্যটকদের ক্ষেত্রে হোটেল বুকিং এবং অন্যান্য কাজে বেশ সমস্যায় পড়তে হয়। পূর্ব আফ্রিকার এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হওয়ার কারণে প্রতিবছর বহু মানুষ এই দেশে ঘুরতে যান।