ভারতবর্ষের সবচেয়ে ধনীতম গ্রাম এটি; প্রতিটি মানুষের বার্ষিক আয় ৭০-৭৫ লাখ টাকা

ভারতবর্ষের অধিকাংশ গ্রামগুলিতে গরিব মানুষের বাস, তবে এমন একটি গ্রাম রয়েছে যেখানে শহুরে ধনী পরিবারগুলোও হার মেনে যাবে। খবর সূত্রে জানা গিয়েছে, এই গ্রামের প্রতিটি পরিবারের বার্ষিক আয় ৭০-৭৫ লক্ষ টাকার কম নয়। গ্রামটি অবস্থিত হিমাচল প্রদেশে।

হিমাচল প্রদেশের রাজধানী সিমলা থেকে প্রায়ই ৯২ কিলোমিটার দূরে অবস্থিত মাদাভাগ। আর এই গ্রামটির পুরো চিত্র বদলে যায় ১৯৯০ সাল থেকে। ২০১৯ সালে ভারতের সবচেয়ে ধনী গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে এই মাদাভাগ গ্রাম।

Image

বছরে ৭০-৭৫ লক্ষ টাকা বার্ষিক আয় শুনে হয়তো অনেকেই ভাববেন যে এই গ্রামে বড় বড় শিল্পপতিরা থাকেন বা নামিদামি সংস্থায় কাজ করেন। আসলে তা নয়, এখানে কেউই চাকরি করেন না, সকলেই আপেল চাষী। তিন দশক আগেও এখানে আপেল চাষ হত না। এরপর এক চাষী প্রথমবার পরীক্ষামূলকভাবে চাষ করা শুরু করেন। 

দেখা যায় এই গ্রামের মাটিতে রয়েছে আশ্চর্যরকম বস্তু যার ফলে বিশ্বের অন্যতম সেরা মানের আপেলগুলি এই উৎপন্ন হয়। যেমন – রয়েল অ্যাপল, রেড গোল্ড, গেইল গালার ইত্যাদি উৎকৃষ্ট মানের আপেল। এই আপেলগুলি আকারে খুবই বড় হয় এবং অনেকদিন পর্যন্ত সতেজ থাকে।

Image

এমন সাফল্য দেখে সেই গ্রামের প্রতিটা মানুষ একে একে আপেল চাষ শুরু করেন। এই গ্রামে প্রতিবছর ৭ লক্ষ আপেল বাক্স উৎপাদিত হয়। আর এভাবেই আপেল চাষের জোরেই গ্রামের প্রতিটি পরিবার ধনবান হয়ে উঠেছে। আর তারা বাগানের প্রতিটি আপেল গাছকে সন্তানস্নেহের মত লালন-পালন করে।