এটি ভারতের একমাত্র রেলপথ যেখানে মাত্র ৩ কিমি. যেতে ১১৪৫ টাকা ভাড়া লাগে

Indian Railways: ভারতীয় রেলওয়ে হলো বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল ব্যবস্থা, যা উনিশ শতকে প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের সেবা করে চলেছে। ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন মুম্বাই থেকে থানে ১.৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল মোট ৪০০ জন যাত্রী নিয়ে। এরপর থেকে ভারতীয় রেল শিল্পে বিপ্লব আসে।

ভারতীয় রেল সম্পর্কে এমন অনেক তথ্য রয়েছে, যা শুনলে আপনি অবাক হবেন। আমাদের দেশে তেমনি একটি ট্রেন রুট আছে, যার দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। এটি নাগপুর এবং অজনি স্টেশনের মধ্যে। এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছাতে মাত্র ৯ মিনিট সময় লাগে। কিন্তু এর ভাড়া শুনলে আপনি চমকে যাবেন।

Railways

 

অনলাইন পোর্টাল অনুসারে, নাগপুর থেকে অজনি স্টেশন পর্যন্ত টিকিটের মূল্য সাধারণ বগির জন্য ৬০ টাকা, স্লিপার ক্লাসের জন্য ১৬৫ টাকা, থার্ড এসির জন্য ৫১০ টাকা, দ্বিতীয় এসির জন্য ৬৯৫ টাকা এবং প্রথম শ্রেণীর জন্য ১,১৪৫ টাকা। তবুও মানুষ এই ট্রেনে যাতায়াত করেন।  

Image

অজনি থেকে নাগপুর ট্রেন রুট ভারতের সবচেয়ে জনপ্রিয় গন্তব্যস্থল গুলির মধ্যে একটি। এইরুটে ১ হাজারেরও বেশি যাত্রীর পছন্দের মাধ্যম হলো ট্রেন। প্রতিদিন অনেক যাত্রী অজনি থেকে নাগপুর রেল রুটের মাধ্যমে যাতায়াত করেন। ১৩টি আইআরসিটিসি ট্রেন এই দুটি স্টেশনের মধ্যে চলে, অর্থাৎ অজনি থেকে নাগপুর পর্যন্ত।

Nagpur train

ভারতীয় রেল যাত্রাতে খরচের দিক দিয়ে সাশ্রয়ী বলে মনে হলেও, এই ট্রেন রুটটি একেবারেই ব্যতিক্রম। সাধারণত মানুষ দূরপাল্লার জন্য রেল পথকেই বেছে নেন। কিন্তু এই অজনি ও নাগপুরের মধ্যে তিন কিলোমিটার পথ অতিক্রম করতে ১১৪৫ টাকা ভাড়া দেওয়া নিছক বিলাসিতা মাত্র।