আইপিএল ২০২১: আকাশ চোপড়া নিচের সারিতে থাকা ৪টি দল থেকে বেছে নিয়েছেন সেরা একাদশ

ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া আইপিএল ২০২১-এর চলতি মরসুমে নিচের সারিতে থাকা চারটি দল থেকে তার সেরা একাদশ বেছে নিয়েছেন। গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ প্লে অফে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়।

Rohit Sharma's classy 68(51)

আকাশ চোপড়া তার সেরা একাদশে ওপেনার হিসেবে বেছে নিয়েছেন পাঞ্জাব কিংসের কে এল রাহুল এবং মায়াঙ্ক আগরওয়ালকে। যারা ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে। রোহিত শর্মাকে ওপেনার হিসেবে বেছে না নেওয়ার কারণ হিসেবে আকাশ চোপড়া জানিয়েছেন, “রোহিত একজন ভাল খেলোয়াড়, কিন্তু কখনও একক মরসুমে ৫০০-৬০০ রান পাননি।”

IPL 2021: Mayank Agarwal to lead Punjab Kings in KL Rahul's absence? -  myKhel

৩ নম্বরে আকাশ চোপড়া রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকে এবং ৪ নম্বরে মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদবকে বেছে নেন। তিনি বলেছেন, “সঞ্জু স্যামসন এই মরসুমে দায়িত্বশীলতার সাথে খেলেছেন, কিন্তু যখন তার দলের প্রয়োজন ছিল তখন লিগের শেষ পর্যায়ে পৌঁছাতে পারেননি।”

Honour to lead Rajasthan Royals: Sanju Samson

৫ নম্বরে জস বাটলার রয়েছেন। এই প্রসঙ্গে আকাশ চোপড়া বলেন, “আমি এই জায়গায় বাটলারের চেয়ে ভাল বিকল্প পাইনি।” এরপর ৬ ও ৭ নম্বরে কায়রন পোলার্ড এবং জেসন হোল্ডারকে বেছে নেন এবং এরপর লেগ স্পিনার রশিদ খান ও দলের দ্বিতীয় স্পিনার হিসেবে রবি বিষ্ণোইকে বেছে নিয়েছেন। এর পাশাপাশি বোলিং বিভাগে দুই পেসার মোহাম্মদ সামি এবং যশপ্রীত বুমরাহ রয়েছেন।

IPL 2020: Fans can't get enough of yorker-battle between Jasprit Bumrah, Mohammed  Shami in Super Over

আকাশ চোপড়ার সেরা একাদশ: কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক), সূর্যকুমার যাদব, জস বাটলার, কায়রন পোলার্ড, জেসন হোল্ডার, রশিদ খান, রবি বিষ্ণোই, মোহাম্মদ সামি, জসপ্রীত বুমরাহ