আকর্ষণীয় তথ্য: অপারেশন চলাকালীন ডাক্তারেরা সবুজ পোশাক পরেন কেন

কখনও ভেবে দেখেছেন অপারেশন চলাকালীন ডাক্তারেরা সবুজ পোশাক পরেন কেন? প্রচলিত অর্থে ডাক্তাররা ভগবান। তারা মানুষের জীবন বাঁচান সুতরাং তাদের সাদা পোশাক পরা উচিত যা শুভ ও পরিচ্ছন্নতার প্রতীক। তা সত্ত্বেও কেন সবুজ রংকে বেছে নেন তারা।

এই ব্যাপারটি নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, অপারেশন চলাকালীন ডাক্তারেরা সবুজ পোশাক পরেন কেন? এবার জেনে নেওয়া যাক:-

During the operation, why do doctors wear blue or green clothes? - Tezz Buzz English | DailyHunt

সবুজ রং ব্যবহার করার পিছনে যে বৈজ্ঞানিক কারণ রয়েছে তা হলো দৃষ্টিশক্তিকে উন্নত করা। কারণ চিকিৎসকরা অপারেশনের সময় রক্ত (লাল রং) দেখতে দেখতে সেটার প্রতি অভ্যস্ত হয়ে পড়বে। যা সরাসরি মস্তিষ্কের ওপর কু প্রভাব ফেলতে পারে।

শুধু তাই নয়, অপারেশন চলাকালীন রোগীর শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ দেখতে যাতে কোন অসুবিধা না হয় তাই চিকিৎসকেরা এই ধরনের ফিকে পোশাকগুলি ব্যবহার করে থাকেন।

French doctors fought while patient on operating table

সর্বোপরি, সবুজ রং প্রধানত দৃষ্টিশক্তির উন্নতিতে অবদান রাখে। তাই চিকিৎসকেরা অপারেশন চলাকালীন সবুজ রং কেই বেছে নেওয়া ভালো মনে করেন। কারণ এই সময়ে যে ছোট-বড় সমস্যাগুলিকে দেখা দেয়, তা কমিয়ে আনার জন্য।