Electric Meter: এই ছোট্ট যন্ত্রটি ইলেকট্রিক মিটারে বসিয়ে নিন, বিদ্যুতের বিল অনেকটাই কমবে

বৈদ্যুতিক ব্যবস্থা যত উন্নত হয়েছে সেই সাথে বেড়ে গেছে এর খরচও। এর জন্য নাজেহাল হন মধ্যবিত্তরা। গ্রীষ্মকালে আমরা গরমের হাত থেকে বাঁচতে ফ্যান, এসি, ফ্রিজ ব্যবহার করে থাকি অন্যদিকে শীতের সময় গিজার ব্যবহার করি যে কারণে কখনোই বিদ্যুতের বিল কমাতে পারিনা। তবে এইক্ষেত্রে এমন একটি ডিভাইস এসেছে যার ফলে আপনার বিদ্যুতের বিল অনেকটাই কমে আসবে।

আসলে এই ডিভাইসটি নাম Wellberg Power Saver, যা প্লাগের মত হয়ে যায়। পাওয়ার সার্কিটে লাগানো যায়। এতে বিদ্যুতের খরচ অনেকটাই কমে আসে। আসলে এই আর বিদ্যুৎ সংক্রান্ত বহু সমস্যার সমাধান করবে এই ডিভাইসটি, যার ফলে বিদ্যুতের বিল অনেকটাই কম হবে।

Image

এই ডিভাইসটি লাগানোর সাথে সাথে মাসের বিদ্যুতের খরচ অন্তত ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কম হবে। মাসের বাজেট আয়ত্তের বাইরে চলে যাওয়া থেকে অনেকটাই খরচ বাছাই এই ডিভাইসটি। 

ইলেকট্রিক মিস্ত্রি ডেকে এই ডিভাইসটি শুধুমাত্র বাড়ির পাওয়ার সার্কিটে লাগিয়ে দিতে হবে। এরপর স্বয়ংক্রিয়ভাবে ডিভাইসটি নিজেই কাজ করা শুরু করবে এবং বিদ্যুতের বিল একটু একটু করে কমতে থাকবে।

বর্তমানে এই ডিভাইসটি অনলাইনে মাধ্যমে অর্ডার করতে পারেন। অ্যামাজনে এই ডিভাইসটির দাম ৭৯৯ টাকা। আকারে অত্যন্ত ছোট এই ডিভাইসটি। ওজনে হালকাও এবং ব্যবহার করাও সহজ।