আন্তর্জাতিক T20-তে ভারতের সর্বকনিষ্ঠ ৩ অধিনায়ক; ঋষভ পান্থ হলেন দ্বিতীয় স্থানে

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মহেন্দ্র সিং ধোনি ছাড়া আর কোনও ভারতীয় অধিনায়ক বিশ্বকাপের শিরোপা জিততে পারেননি। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে তরুণ ক্রিকেটার ধোনিকে অধিনায়ক করা হয়েছিল। এরপর তার নেতৃত্বে ভারতীয় দল প্রথমবার বিশ্ব শিরোপা জয়ের খেতাব অর্জন করে। যাইহোক এই প্রতিবেদনে ভারতের সর্বকনিষ্ঠ ৩ জন অধিনায়কের কথা বলা হয়েছে।

১) সুরেশ রায়না: ২৩ বছর ১৯৭ দিন

২০১০ সালে জিম্বাবুয়ে সফরের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের সিনিয়র খেলোয়াড়দের অনুপস্থিতিতে সুরেশ রায়না অধিনায়ক হয়েছিলেন। এই সময় তার বয়স ছিল মাত্র ২৩ বছর ১৯৭ দিন। যাইহোক ওই সিরিজটি তিনি ভুলে যেতে চাইবেন কারণ ৪টি ম্যাচে মাত্র ১টিতে জয় এসেছিল। সুরেশ রায়না ২০১১ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন।

২) ঋষভ পান্থ: ২৪ বছর ২৪৮ দিন

২০২২ আইপিএলের পর সমস্ত খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগেই কেএল রাহুল ছিটকে যান ফলে নতুন অধিনায়ক হন ঋষভ পান্থ। এই সময় তার বয়স ২৪ বছর ২৪৮ দিন। তার নেতৃত্বে প্রথম ম্যাচেই ভারতীয় দল ২০০-র অধিক স্কোর করলেও শেষমেষ দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়।

৩) মহেন্দ্র সিং ধোনি: ২৬ বছর ৬৮ দিন

২০০৭ আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি, এই সময় তার বয়স ছিল মাত্র ২৬ বছর ৬৮ দিন। একজন তরুণ অনভিজ্ঞ খেলোয়াড়কে ভারতীয় টিম ম্যানেজমেন্ট দায়িত্ব দিলেও অনেকেই সমালোচনা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ধোনির নেতৃত্বে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়।