ওয়ানডে ক্রিকেটে ভারতের সর্বোচ্চ পাঁচটি দলীয় স্কোর; সবগুলোই ৪০০ অধিক রান

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের ব্যাটসম্যানরা বরাবরই প্রতিপক্ষ বোলারদের ওপর শাসন করেছেন। একসময় ওয়ানডেতে ৩০০ রানের গণ্ডি পার করতে হিমশিম খেতে হতো, তবে বর্তমানে খেলোয়াড়রা অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছেন, তাই ৫০ ওভারের খেলায় কোনও টার্গেটই সুরক্ষিত নয়। এই প্রতিবেদনে, ভারতীয় দলের সর্বোচ্চ পাঁচটি ওয়ানডে স্কোরের কথা বলা হয়েছে; এবার দেখে নেওয়া যাক:

১) ভারতীয় দল: ৪১৮/৫ রান

Image

২০১১ সালে ইন্দরে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে ভারতীয় দল সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিল। ওই ম্যাচে অধিনায়ক বীরেন্দ্র শেহবাগের ব্যাট থেকে ২১৯ রানের একটি বিধ্বংসী ইনিংস আসে। ফলে ভারতীয় দলের স্কোর কার্ড গিয়ে দাঁড়ায় ৪১৮/৫ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ দল ২৬৫ রানে গুটিয়ে যায় এবং ভারতীয় দল ১৫৩ রানে জয়ী হয়।

২) ভারতীয় দল: ৪১৪/৭ রান

Image

২০০৯ সালে রাজকোটে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে ভারতীয় দল দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে। শেহবাগ (১৪৬) ও শচীনের (৬৯) আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভারতের শুরুটা দুর্দান্ত হয়েছিল। এরপর ধোনির (৭২) ঝড়ো ইনিংসে দলের স্কোরকার্ড গিয়ে দাঁড়ায় ৪১৪/৭ রান। জবাবে শ্রীলঙ্কার দিলশান (১৬০) ও সাঙ্গাকারার (৯০) দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের দ্বারপ্রান্তে এসেও পরাজিত হয় মাত্র ৩ রানে।

৩) ভারতীয় দল: ৪১৩/৫ রান

Image

২০০৭ ওয়ানডে বিশ্বকাপে পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত ম্যাচে বারমুডার বিপক্ষে ভারত ৪১৩/৫ রান তোলে, যা তৃতীয় সর্বোচ্চ দলীয় স্কোর হয়। এই ম্যাচে সৌরভ (৮৯), শেহবাগ (১১৪), যুবরাজ (৮৩) ও শচীনের (৫৭*) একটি দলীয় পারফরম্যান্স দেখা যায়। জবাবে বারমুডা ১৫৬ রানে অলআউট হয় এবং ভারতীয় দল ২৫৭ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে।

৪) ভারতীয় দল: ৪০৪/৫ রান

Image

২০১৪ সালে ইডেন গার্ডেনে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে ভারতীয় দল ৪০৪/৫ রান তোলে। এই ম্যাচটিকে স্মরণীয় করে রেখেছে রোহিত শর্মার ২৬৪ রানের ঐতিহাসিক ইনিংসটি, যা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এর পাশাপাশি অধিনায়ক বিরাট কোহলি ৬৬ রান করেছিলেন। জবাবে শ্রীলঙ্কা ২৫১ রানে গুটিয়ে যায় এবং ভারতীয় দল ১৫৩ রানে জয়ী হয়।

৫) ভারতীয় দল: ৪০১/৩ রান

Image

২০১০ সালে গোয়ালিয়রে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে ভারতীয় দল ৪০১/৩ রান করে। এই ম্যাচটিও সকলের কাছে স্মরণীয় হয়ে আছে, কারণ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ডাবল সেঞ্চুরি এসেছিল শচীন টেন্ডুলকারের ব্যাট থেকে। এর পাশাপাশি দীনেশ কার্তিক (৭৯) ও ধোনি (৬৮*) যথেষ্ট অবদান রেখেছিলেন। জবাবে দক্ষিণ আফ্রিকা ২৪৮ রানে অলআউট হয় এবং ভারতীয় দল ১৫৩ রানে জয়লাভ করে।