ভারতীয় রেল যাত্রীদের এই সুবিধাগুলি বিনামূল্যে দেয়, যা অনেকেই জানেন না

Indian Railways: ভারতীয় রেল নেটওয়ার্ক বিশ্বের চতুর্থ বৃহত্তম, যার মাধ্যমে প্রতিদিন লাখ লাখ যাত্রী যাতায়াত করেন। সাধারণত লোকেরা দূরপাল্লা ভ্রমণের জন্য ট্রেনকেই বেছে নেন, কারণ এতে ভ্রমণ করা যেমন সহজ, তেমন খরচের দিক দিয়েও অনেক কম। তো আপনি জানেন কি রেলের পক্ষ থেকে অনেক পরিষেবা বিনামূল্যে দেওয়া হয়। এখন যাত্রীরা চাইলেও সেই সুবিধাগুলি নিতে পারেন।

ভারতীয় রেলের বিভিন্ন প্লাটফর্মে ৬১০০টিরও বেশি স্টেশনে ওয়াইফাই পরিষেবা দেওয়া শুরু হয়েছে। এই উদ্যোগটি সর্বপ্রথম ২০১৬ সালে মুম্বাই রেলওয়ে স্টেশনে শুরু হয়েছিল। এর ফলে স্টেশনে অপেক্ষারত যাত্রীরা বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারেন।

Image

তবে এর জন্য আপনি ৩০ মিনিটের জন্যই ওয়াইফাই ব্যবহার করার অনুমতি পাবেন। এর উর্ধ্বে ব্যবহার করতে চাইলে আপনি রেল-টেল এর পক্ষ থেকে পছন্দমত একটি প্ল্যান বেছে নিতে পারেন। যেমন — ১০ টাকায় ৫ জিবি ডেটা, ১৫ টাকায় ১০ জিবি ডেটা ইত্যাদি এবং এর বৈধতা ২৪ ঘন্টা।

এছাড়াও টিকিট কাটার পর আপনি মাত্র ৪৯ পয়সা দিয়ে রেল বীমা করতে পারেন। যদি দুর্ঘটনাবশত ট্রেনের কারণে সেই ব্যক্তির মৃত্যু হয় ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা দেওয়া হয়। এমনকি কেউ আঘাত পেয়ে হাসপাতলে ভর্তি হলে চিকিৎসা করানোর জন্য দু’লক্ষ টাকা পেয়ে থাকেন।

Image

আপনার কাছে রেলের বৈধ টিকিট থাকলে, আপনি বিনামূল্যে ওয়েটিং রুমের সুবিধা নিতে পারেন। দিনের বেলা ট্রেন আসা এবং যাওয়ার দু’ঘণ্টা পর্যন্ত ওয়েটিং রুমে কাটাতে পারেন, রাতের বেলায় ৬ ঘন্টা পর্যন্ত এই সুবিধা নিতে পারেন।

এছাড়াও বলা হয়েছে, চলন্ত ট্রেনে যদি কোন যাত্রী অসুস্থ হয়ে পড়েন তাহলে ভারতীয় রেলের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা করার সুবিধা পান। তবে এর জন্য অবশ্যই TTE এর সাথে যোগাযোগ করে শারীরিক অসুস্থতার ব্যাপারে জানাতে হবে।