ভারত পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট পাঁচবার মুখোমুখি হয়েছে, ফলাফল ৫-০

প্রায় পাঁচ বছর পর আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে ভারত পাকিস্তান দল। তবে প্রতিবারই ভারতীয় দল পাকিস্তানকে হারিয়ে বিজয়ের পতাকা উড়িয়েছে। তবে যতবারই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে লড়াই হয়েছে প্রতিটি ম্যাচেই রোমাঞ্চকর পরিস্থিতি তৈরি হয়েছিল। এবার সেই পাঁচটি ম্যাচের সম্পর্কে বিস্তারিত রইল:-   

☞ ২০০৭ সাল: প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ২০০৭ সালে। গ্রুপ পর্বের লীগ ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়। শেষ পর্যন্ত ম্যাচটি টাই হয়ে যায়। ম্যাচটি ৩-০ টাইব্রেকারের নিময়ে জয়লাভ করে ভারতীয় দল। ম্যাচসেরা হন পাকিস্তান ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ।

On this day: India 'bowl out' Pakistan in 2007 World T20 - 100MB

এরপর পুনরায় দুই দল ফাইনালে মুখোমুখি হয়েছিল। ভারত প্রথমে ব্যাট করে গৌতম গম্ভীর (৭৫) ও রোহিত শর্মার (৩০*) ইনিংসের উপর ভর করে ১৫৭ রান তোলে। শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় পাকিস্তান ১৫২ রানে অলআউট হয়। ফলস্বরূপ ৫ রানে জিতে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছিল। ম্যাচের সেরা হন ইরফান পাঠান।

☞ ২০১২ সাল: ২০১২ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার আটে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল। পাকিস্তান প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১২৮ রান তোলে। পাকিস্তানের সর্বোচ্চ স্কোর করেন শোয়েব মালিক (২৮)।

T20 World Cup 2012: Recap, Score & More from India vs. Pakistan Match | Bleacher Report | Latest News, Videos and Highlights

জবাবে ভারতীয় দল ১৭ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয়। দুরন্ত ফর্মে থাকা বিরাট কোহলি ৬১ বলে ৭৮ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।

☞ ২০১৪ সাল: চতুর্থবারের মতো ভারত-পাকিস্তান ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়। পাকিস্তান প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৩০ রান তোলে। পাকিস্তানের সর্বোচ্চ স্কোর করেন উমর আকমল (৩৩)।

T20 World Cup | India Vs Pakistan History In World Cup Matches

জবাবে ভারতীয় দল ১৮.৩ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয়। বিরাট কোহলি (৩৬) ও সুরেশ রায়না (৩৫) অপরাজিত থেকে ভারতের দলকে জেতান। তবে ২টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন স্পিনার অমিত মিশ্র।

☞ ২০১৬ সাল: সর্বশেষ ভারত পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ২০১৬ সালে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৮ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন শোয়েব মালিক (২৬)।

India vs Pakistan cricket records, head-to-head and stats

জবাবে ভারতীয় দল ৪ উইকেট হারিয়ে ও ম্যাচের ১৩ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয়। ভারতীয় দল ২৩ রানের মাথায় ৩ উইকেট হারালেও বিরাট কোহলির অপরাজিত ৫৫ রানের ব্যাটিং এর উপর ভর করে ৬ উইকেটে জয় লাভ করে। ম্যাচের সেরা খেলোয়াড় হন তিনিই।