৪ জন ভারতীয় বোলার যারা ওয়ানডেতে হ্যাটট্রিক করেছেন; একজন দুইবার

ক্রিকেটে হ্যাটট্রিক নেওয়া একটি বিরল ঘটনা। যদিও লাসিথ মালিঙ্গার কাছে এটি সহজ ব্যাপার ছিল, তিনি সর্বাধিক ৩ বার এই কৃতিত্ব অর্জন করেছেন। তবে ভারতীয় ক্রিকেটের কথা বললে এখনও পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে মোট ৫ বার হ্যাটট্রিক নেওয়ার ঘটনা ঘটেছে! যার মধ্যে একজন দু’বার এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন।

১) চেতন শর্মা: 

ভারতীয় হিসেবে ওয়ানডে ক্রিকেটে প্রথম হ্যাট্রিক করেছিলেন চেতন শর্মা। ১৯৮৭ বিশ্বকাপের নিউজিল্যান্ডের বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেন। এটিই ছিল বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক হওয়ার ঘটনা। তার অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে ভারতীয় দল জয়লাভ করে এবং তিনি ম্যাচের সেরা হন।

২) কপিল দেব:

ভারতীয় অলরাউন্ডার কপিল দেবও এই তালিকায় রয়েছেন। ১৯৯১ এশিয়া কাপ চলাকালীন শ্রীলঙ্কার বিপক্ষে তিনি হ্যাটট্রিক করেছিলেন। যদিও ম্যাচের সেরা হন মোহাম্মদ আজহারউদ্দিন, তবুও কপিল দেবের জন্যই ম্যাচটি স্মরণীয় হয়ে রয়েছে।

৩) কুলদীপ যাদব:

এই তালিকায় একমাত্র ভারতীয় স্পিনার হিসেবে নাম লিখিয়েছেন কুলদীপ যাদব। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি হ্যাটট্রিক নিয়ে ভারতীয় দলকে একটি অসাধারণ জয় দিয়েছিলেন। যদিও ম্যাচের সেরা হন বিরাট কোহলি, তবুও এই দিনটি কুলদীপ যাদবের জন্যই স্মরণীয় হয়ে আছে।

৪) মহম্মদ শামি:

বিশ্বকাপের দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক নিয়েছেন মহম্মদ শামি। ২০১৯ বিশ্বকাপের দুর্দান্ত ফর্মে থাকা শামি আফগানিস্তানের বিপক্ষে শেষ মুহূর্তে জ্বলে ওঠেন এবং হ্যাটট্রিক নিয়ে অলআউট করেন। কিন্তু সেরা বোলিং পারফম্যান্সের ভিত্তিতে ম্যাচের সেরা হন জসপ্রীত বুমরাহ।

৫) কুলদীপ যাদব: 

কুলদীপ যাদব একমাত্র ভারতীয় বোলার, যিনি ওয়ানডে ক্রিকেটের দু’বার হ্যাটট্রিক করেছেন। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি ৩৩তম ওভারে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। কাকতালীয়ভাবে, তার দ্বিতীয় হ্যাটট্রিকটিও ওই একই ওভারে এসেছিল। কিন্তু ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রোহিত শর্মা (১৫৯ রান)।