হার্ডিকের চেয়ে কয়েকগুণ ভালো অলরাউন্ডার পেল ভারত, এবার তার দলে ফেরা মুশকিল

এই মুহূর্তে হার্দিক পান্ডিয়া খারাপ ফর্ম ও ফিটনেসের সমস্যার কারণে ভারতীয় দলের বাইরে রয়েছেন। তার মতো একজন অলরাউন্ডারের না থাকা দলের পক্ষে কতটা ক্ষতি সেই নমুনা দেখা দিয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে। কিন্তু এখন মনে হচ্ছে ভারতীয় দলের সেই অলরাউন্ডারের অভাব পূর্ণ হয়েছে। হার্দিক পান্ডিয়া থেকেও ভারতীয় দল একজন দুর্দান্ত অলরাউন্ডারের খোঁজ পেয়েছে।

Image

হার্দিক পান্ডিয়ার থেকেও ভালো বিকল্প খুঁজে পেয়েছে ভারতীয় দল। তিনি আর কেউ নন, ভারতীয় ফাস্ট বোলার দীপক চাহার। যিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় একদিনের ম্যাচে মাতিয়ে দিয়েছিলেন। তিনি কেবল বোলিংয়েই নয়, ব্যাট হাতেও অসাধারণ পারফরম্যান্স করেছেন। যখন হার্দিক পান্ডিয়া খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন, তার ভাল বিকল্প হতে পারেন দীপক চাহার।

দীপক চাহার দেখিয়ে দিয়েছেন তিনি কেবল বোলিংয়েই নয়, ব্যাট হাতেও যথেষ্ট কার্যকরী। বোলিংয়ের কথা বললে, তিনি হার্দিকের থেকে কয়েক গুণ ভাল বোলার। সেই সাথে সুইংও করতে পারেন। এ প্রসঙ্গে সুনীল গাভাস্কারও দীপক চাহারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তার মতে, আগামী ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দলে দীপকের জায়গা পাওয়া উচিত।

Image

সুনীল গাভাস্কার বলেছেন, ‘আমি মনে করছি এখন দীপক চাহারের পারফর্ম দেখানোর সময় এসেছে। তিনি কেবল একজন ভাল বোলারই নন, লোয়ার অর্ডারেও ভালো ব্যাটিং করতে পারেন। যেখানে ভুবনেশ্বর কুমার গত এক বছর ধরে ঠিকঠাক বোলিং করছে না, যিনি আগে ভালো বোলিং করেছেন কিন্তু এই মুহূর্তে তার জায়গায় দীপক চাহার সঠিক নির্বাচন হতে পারে।’

Image

এর আগেও দীপক চাহার অলরাউন্ড পারফরম্যান্স করেছেন। গতবছরের শ্রীলঙ্কা সফরে একটি দুর্দান্ত ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন। কিন্তু এবার সেটা সম্ভব হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে দুটি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৩৪ বলে ৫৪ রান করে দলকে জয়ের দোরগোড়ায় এনে দিয়েছিলেন। কিন্তু তিনি আউট হতেই ভারতীয় দল মাত্র ৪ রানের জন্য পরাজিত হয়।